× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গৌরীপুর সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ আদায়ের প্রমান পেয়েছে দুদক

এম এ কালাম, ময়মনসিংহ

১৬ এপ্রিল ২০২৫, ১৯:০৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

ময়মনসিংহের গৌরীপুর সাব রেজিষ্ট্রি অফিসে দলিল রেজিস্ট্রেশন, তল্লাশি ও নকল সরবরাহে অতিরিক্ত অর্থ আদায়সহ নানা অনিয়ম দুর্নীতির  প্রমান পেয়েছে দুদক। 

আজ (১৬ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত দুদকের এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে।

৩ সদস্য বিশিষ্ট টিমের অভিযানে নেতৃত্ব দেন দুদকের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (ডিডি) রাজু মো. সারোয়ার হোসেন। টিমের অন্য সদস্যরা হলেন- উপসহকারী পরিচালক (ডিএডি) মো. শাহাদাৎ হোসেন এবং রেজুওয়ান আহম্মেদ।

খবরের সত্যতা নিশ্চিত করে টিম প্রধান রাজু মো. সারোয়ার হোসেন জানান, অনেক দিন ধরেই সাব-রেজিস্ট্রি অফিসে সেবাপ্রার্থীদের হয়রানি, ঘুষ লেনদেন, নকল সরবরাহে অতিরিক্ত অর্থ আদায়সহ নানা ধরনের অনিয়ম ও দুর্নীতির কথা চাউর হচ্ছিল। মূলত এসব অভিযোগের প্রেক্ষিতে আমরা সরেজমিনে অভিযান পরিচালনা করতে এসে সংশ্লিষ্ট অফিসের নিরাপত্তাকর্মী রসুল মিয়া এবং অফিস সহকারী শিউলীর যোগসাজসে নকল সরবরাহে অতিরিক্ত অর্থ আদায়ের প্রমাণ হাতেনাতে পেয়েছি।

এছাড়াও এই কার্যালয়ে ঘুষ লেনদেনসহ নানা ধরনের হয়রানি ও অনিয়মের সত্যতা মিলেছে। এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান দুদকের এই কর্মকর্তা।
এ বিষয়ে গৌরীপুর উপজেলা সাব-রেজিস্ট্রার মো. রফিকুল ইসলাম জানান, নকল সরবরাহে অতিরিক্ত অর্থ আদায়সহ বেশ কিছু অভিযোগ দুদক প্রমান পেয়েছে। ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.