লক্ষ্মীপুরের রায়পুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি সমর্থকদের সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীনবস্থায় জসিম উদ্দিন বেপারী মারা গেছেন। এনিয়ে সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত ২ জন নিহত হয়েছেন। আহত রয়েছেন অন্তত আরো ৫০ জন। জসিম আহত অবস্থায় ঢাকা প্রাইম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৪ এপ্রিল) দুপুরে মারা যান। সোমবার বিকেলে নিহতের ছোট ভাই কাউছার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়দের দাবি, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি সমর্থকদের দুই পক্ষের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের কর্মী জসিম হামলার শিকার হয়েছে।
নিহত জসিম রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের হজল করিমের ছেলে ও পেশায় ঢালাই শ্রমিক ছিলেন। তিনি ওই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী ছিলেন।
নিহতের ছোট ভাই কাউছার হোসেন বলেন, গত ৭ এপ্রিল কৃষক দল নেতা জিএম শামীম ও মোস্তফা গাজীর লোকজন তার ভাইকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। পরে তাকে ঢাকায় হাসপাতাল ভর্তি করা হয়। তার পুরো শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। চিকিৎসাধীন অবস্থায় আজ তার ভাই দুপুরে হাসপাতালে মারা যান। তিনি এ হত্যার বিচার দাবি করেন।
সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) জামিলুল হক বলেন, জসিম নামে একজনের মৃত্যুর খবর তিনি শুনেছেন। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর উত্তর চরবংশী ইউনিয়নে উপজেলা কৃষক দলের সদস্য সচিব জিএম শামীম ও উপজেলা বিএনপির সদস্য ফারুক কবিরাজের লোকজনের মধ্যে দ্বন্ধ দেখা দেয়। এর জের ধরে দুই দফায় শামীম ও ফারুকের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ওই ইউনিয়ন বিএনপিসহ সব অঙ্গসংগঠনের কার্যক্রম বিলুপ্ত করে জেলা বিএনপি।