গাইবান্ধায় চলমান এসএসসি পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোনে নকল করার অপরাধে ৩শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। আজ (১৫ এপ্রিল) মঙ্গলবার গাইবান্ধার সাঘাটা পাইলট বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
৩ শিক্ষার্থীকে বহিস্কার করায় কেন্দ্র সচিব ও কক্ষে দায়িত্বরত শিক্ষককে হুমকি দিয়েছে বহিস্কৃত শিক্ষার্থীরা।
জানা যায়, পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থী কাছে মোবাইল ফোনে নকল করার অপরাধে সাঘাটা পাইলট বালক উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র থেকে ৩ শিক্ষার্থীকে বহিস্কার করে এসময় তাদের কাছ থেকে ৩ টি মোবাইল ফোন জব্দ করে । এঘটনায় বহিষ্কারকৃত শিক্ষার্থীর স্বজনেরা সংশ্লিষ্ট কেন্দ্র সচিব ও পরীক্ষা রুমে দায়িত্বরত শিক্ষকদের হুমকি দেয়ার অভিযোগ ওঠে৷
পরে সাঘাটা থানার অফিসার ইনচার্জ ( ওসি ) বাদশাহ আলম কেন্দ্রে গিয়ে শিক্ষকদের নিজ নিজ বাড়ীতে পাঠানোর ব্যবস্থা করেন।
এব্যাপারে সহকারী কেন্দ্র সচিব জানান, নকলমুক্ত পরীক্ষা সম্পন্ন করার জন্য সাঘাটা পাইলট উচ্চ বিদ্যালয় সব ধরণের পদক্ষেপ নিয়েছে। এবিষয়ে শিক্ষার্থীদের শুরুতেই অবগত করা হয়েছে। তারপরেও বহিস্কৃত শিক্ষার্থীরা মোবাইল ফোনে নকল করায় দায়িত্বরত কেন্দ্র পরিদর্শক শিক্ষক তাদের বহিস্কারের সুপারিশ করায় কেন্দ্র সচিব চুড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হয়।
উল্লেখ্য যে, ১৫ এপ্রিল মোট ১০১৯ জন পরীক্ষার্থী অংশ নেয় এবং এরমধ্যে ১ জন অনুপস্থিত ৩ জনকে বহিষ্কার করা হয়।
সাঘাটা থানার অফিসার ইনচার্জ ( ওসি ) বাদশাহ আলম বলেন, আমরা গোপনে জানতে পারি বহিস্কৃত শিক্ষার্থী শিক্ষককে অপমান করতে পারে। এজন্য শিক্ষকরা বের হওয়ার আগেই আমি সেখানে যাই এবং তাদের বাড়িতে পৌছার ব্যবস্থা করি। এখন পরিস্থিতি সাভাবিক রয়েছে।