× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গোপালগঞ্জে বাংলা নববর্ষ বরণ করে নিয়েছে প্রশাসন সহ সর্বস্তরের মানুষ

গোপালগঞ্জ প্রতিনিধি।

১৫ এপ্রিল ২০২৫, ২০:১৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

গোপালগঞ্জে নানা কর্মসূচী পালনের মধ্যদিয়ে উৎসব পার্বণের মধ্যদিয়ে বাংলা নববর্ষ -১৪৩২ কে সাদরে বরণ করে নিয়েছেন প্রশাসন সহ জেলার সর্বস্তরের মানুষ।

গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১ লা বৈশাখ) স্থানীয় পৌরপার্কে সকাল ৭টায় হাজারো মানুষের সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে নববর্ষ পালনের কর্মসূচী শুরু হয়। পরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচয়িত “এসো হে বৈশাখ, এসো এসো" গান গেয়ে পহেলা বৈশাখ -১৪৩২কে বরণ করে নেওয়া হয়।

এরপর গোপালগঞ্জ শিশু একাডেমী ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের ক্ষুদে শিল্পী সহ অন্যান্য শিল্পীদের অংশগ্রহণে একক ও দলীয় আবৃত্তি, সঙ্গীত ও নৃত্য সহ সবশেষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা পরিবেশিত হয়। এছাড়াও বাংলা নববর্ষ -১৪৩২ উদযাপন উপলক্ষে গোপালগঞ্জ শিশু একাডেমীর আয়োজনে অনুষ্ঠিত নানা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে নববর্ষ বরণ মঞ্চে পুরস্কার তুলে দেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামারুজ্জামান ও জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। পৌরপার্কে নববর্ষ উপলক্ষে আগত সকল অতিথিবৃন্দদেরকে প্রশাসনের পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা বক্স (বোতলজাত খাবার পানি, মুড়ির মোয়া, গজা, খই, বাতাসা ও দানাদার মিষ্টি) বিতরণ করে জেলা স্কাউটসের সদস্যরা। পুরস্কার বিতরণ শেষে সকাল ৯ টায় পৌরপার্কের সামনে থেকে বর্ষবরণ উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। আনন্দ শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে আবার একই স্থানে ফিরে শেষ হয়।

জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান ও পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান গোপালগঞ্জের সকল জনগনকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। সেই সাথে গোপালগঞ্জবাসী সামনের দিন গুলোতে যেন ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে একে অপরের সাথে মিলেমিশে সুখে-শান্তিতে বসবাস করতে পারেন সেই প্রত্যাশা ব্যক্ত করেন।

গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) ও গোপালগঞ্জ পৌর প্রশাসক বিশ্বজিৎ কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এস এম তারেক সুলতান, গোপালগঞ্জ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ, গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রাফিকুজ্জামান। এদিকে পৌর পার্কে বর্ষবরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ অন্যান্য কর্মকর্তাদের সহধর্মিনী ও তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান, জেলা বিএনপির সদস্য এ্যাড. তৌফিকুল ইসলাম, সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ মোঃ ওহিদ আলম লস্কার, জেলা সিভিল সার্জন ডাঃ আবু সাঈদ ফারুক, জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট (বিভিএমএস) মজিবুল হক, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ, জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শিপলু আহমেদ, গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ জীবেতিষ বিশ্বাস, গোপালগঞ্জ গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী স্বর্ণেন্দু শেখর মন্ডল, গোপালগঞ্জ এলজিইডি'র নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক, গোপালগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আজহারুল ইসলাম, গোপালগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ফয়েজ আহমেদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডঃ গোবিন্দ চন্দ্র সরদার, গোপালগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক মোঃ নুরুল হুদা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক হারুন-অর-রশীদ, গোপালগঞ্জ শেখ হাসিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ শাহনাজ রেজা এ্যানী, সদর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা উজ্জ্বল বিশ্বাস, গোপালগঞ্জ বিআরটিএ -এর মোটরযান পরিদর্শক জিয়াউদ্দিন, প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ, জেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ, রাজনৈতিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জ জেলা প্রশাসনের পাশাপাশি, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান আলাদা আলাদাভাব নববর্ষ পালন করে। জেলার অন্যান্য উপজেলায়ও বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে উৎসব মুখর পরিবেশে বাংলা নববর্ষ-১৪৩২ কে বরণ করে নেওয়া হয়েছে। এছাড়াও নববর্ষ উদযাপন উপলক্ষে গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আউটার স্টেডিয়ামে ৮ দিনব্যাপী লোকজ ও সাংস্কৃতিক মেলার আয়োজন করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.