× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিংড়ায় ট্রান্সফরমার চুরির অপবাদের প্রতিবাদে যুবদল নেতার সংবাদ সম্মেলন

সিংড়া (নাটোর) প্রতিনিধি।

০৩ এপ্রিল ২০২৫, ১৮:১৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

নাটোরের সিংড়ায় ট্রান্সফরমার চুরির অপবাদের প্রতিবাদে যুবদল নেতা সংবাদ সম্মেলন করেছে। 

আজ (৩ এপ্রিল) দুপুরে স্থানীয় সিংড়া মডেল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে । 

সংবাদ সম্মেলনে চৌগ্রাম ইউনিয়ন যুবদলের সদস্য সোহাগ আলী বানেছ জানান, আমার চৌগ্রাম বাসস্ট্যান্ডে  মেসার্স ধানসিঁড়ি মৎস্য আড়ত হতে মৎস্য আহরনের জন্য রাখালগাছা এলাকার রফিকের সাথে ৪ লক্ষ টাকার একটা চুক্তি হয়। চুক্তি মোতাবেক সে মাছ দেয়ার কথা। আমি জানতে পারি চৌগ্রাম - উত্তর দমদমা খালে রফিক মাছ শিকার করে অন্যত্র বিক্রি করছে। বিষয়টি জানতে পেরে আমার সহকর্মী সহ ২ টি বাইক নিয়ে ৪ জন ঘটনাস্থলে যাই।

এসময় আমরা বুঝে উঠার আগেই আমাদের উপর অতর্কিত হামলা করে আমাদের বেঁধে জনসম্মুখে নিয়ে গিয়ে ট্রান্সফরমার চোর বলে অপবাদ দিয়ে আবারো শারিরীক নির্যাতন এবং মারধর করা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক উদয় মিজান ও আদনানের নেতৃত্বে পুলিশের উপর হামলা এবং আমাদের ছিনিয়ে নিয়ে হত্যার চেষ্টা করে। আমরা নিরপরাধ, আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। আমাদের সামাজিক ভাবে হেয় করা হয়েছে।  এসময় ভুক্তভোগী ছাত্রদল কর্মী আলআমিন, আবু রায়হান ও বুস সহ বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.