গাজীপুরের শ্রীপুরের সাতখামাইর এলাকায় ময়মনসিংহগামী মহুয়া কমিউটার ট্রেনের পাওয়ার কারে আগুন লাগে। এ ঘটনার পর, ফায়ার সার্ভিস আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর ফলে প্রায় দুই ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। তবে, এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আজ (৩ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় এ আগুনের সূত্রপাত হয়, বলে জানান ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন। তিনি জানান, ঢাকা থেকে ময়মনসিংহগামী মহুয়া কমিউটার ট্রেনটি শ্রীপুরের সাতখামাইর এলাকায় পৌঁছালে এর পাওয়ার কারে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনের ঘটনায় কোনো প্রাণহানি না ঘটলেও, দুর্ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ রেলরুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। প্রাথমিক ধারণা অনুযায়ী, জেনারেটর ওভার হিট হওয়ায় আগুনের সূত্রপাত হতে পারে। পরে, আগুনে পুড়ে যাওয়া বগিটিকে অন্যান্য বগি থেকে আলাদা করা হয় এবং বেলা পৌনে ১টার দিকে আগুন লাগা বগিটি উদ্ধার করা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যায়।
জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার খাইরুল ইসলাম জানান, মহুয়া কমিউটার ট্রেনের পাওয়ার কারে আগুন লেগেছিল এবং আগুনে পুড়ে যাওয়া বগিটি সরিয়ে ফেলার পর রেলপথে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে।