× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নিহতদের মধ্যে ৪ জনের পরিচয় শনাক্ত

লোহাগাড়ার জাঙ্গালিয়ায় বাস ও মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১০, আহত ৩

মোঃ কামাল উদ্দিন চকরিয়া-পেকুয়া(কক্সবাজার) প্রতিনিধি।

০২ এপ্রিল ২০২৫, ২১:৫৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ১০ জনের মধ্যে ৪ জনের পরিচয় নিশ্চিত করেছেন দোহাজারী হাইওয়ে থানার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা।

তিনি বলেন, নিহত ১০জনের মধ্যে পরিচয় শনাক্ত হওয়া ৪হলেন- সাধনা মণ্ডল, দিলীপ বিশ্বাস, আশিস মণ্ডল ও দূর্জয় মণ্ডল। তারা সবাই কুষ্টিয়া সদর থানার বেয়ালিয়া এলাকার বাসিন্দা।

এসময় তিনি আরো বলেন, নিহতরা সবাই আত্মীয়-স্বজন এবং ঈদের ছুটিতে কুষ্টিয়া থেকে কক্সবাজার ভ্রমণল যাচ্ছিলেন। এদিকে, এ দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী বাসযাত্রীদের মধ্যে কয়েকজন বলেন, চট্টগ্রামমুখী যাত্রীবাহী রিলাক্স পরিবহনের বাসটি চুনতি জাঙ্গালীয়া এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বেশ কয়েকবার চালক বাসটি থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন। এর মধ্যেই বিপরীত দিক থেকে আসা কক্সবাজারমুখী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। লোহাগাড়া ফায়ার সার্ভিসের লিডার রাখাল চন্দ্র রুদ্র জানান, দুর্ঘটনাস্থল থেকে ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহত অবস্থায় ৬ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

এদের মধ্যে আরও ৩ জন মারা গেছেন। নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী। গাড়িটি দুমড়ে মুচড়ে গিয়েছে। লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান বলেন, রাস্তার বাঁক ও লবণবাহী গাড়ির কারণে দুর্ঘটনা ঘটেছে। সবার পরিচয় জানার পর আইনি প্রক্রিয়ায় মরদেহ হস্তান্তর করা হবে। মরদেহগুলো হাইওয়ে থানা হেফাজতে আছে।

উল্লেখ্য: একই স্থানে ঈদের দিন ৩১ মার্চ সোমবার দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হন। এরপর দিন ১ এপ্রিল ওই স্থানেই দুই মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৮ জন আহত হয় এবং আরো ১জন নিহত হয়। এনিয়ে টানা তিন দিন একই স্থানে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় ১৬জন প্রাণ হারিয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.