× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বড়লেখায় প্রবাসীর পক্ষ থেকে ২০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

রেদওয়ান আহমদ, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি।

২৭ মার্চ ২০২৫, ১৭:৪১ পিএম

ছবিঃ সংগৃহীত।

মৌলভীবাজারের বড়লেখায় ঈদুল ফিতর উপলক্ষে আরব-আমিরাত প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মো. আলী হোসেনের পক্ষ থেকে প্রায় ২০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।  উত্তর শাহবাজপুর ইউনিয়নের ভূগা, চান্দপুর, আলিমপুর ও কুমারশাইল গ্রামের হত-দরিদ্র মানুষের মধ্যে খাদ্যসামগ্রীগুলো বিতরণ করা হয়। 

কুমারশাইল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার উদ্যোগে বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি মো. ইছহাক আলীর সভাপতিত্বে ও সহকারী মৌলভী মাওলানা সাদিকুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন উত্তর শাহবাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আকবর আলী, উত্তর শাহবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ, দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মো. ওয়াছিক উদ্দিন, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুর রব, জামায়াতে ইসলামী উত্তর শাহবাজপুর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা বদরুল ইসলাম, দক্ষিণভাগ ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার কাজী হুমায়ুন রশিদ চৌধুরী, মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা সাংবাদিক কাজী রমিজ উদ্দিন, মাদ্রাসা কমিটির সদস্য আব্দুল মান্নান, বড়াইল ইবতেদায়ী মাদ্রাসার সাবেক সভাপতি আব্দুল ওয়াহাব বাবু। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা ইমদাদুর রহমান, শিক্ষক মাওলানা ইজহারুল ইসলাম, ফ্রান্স প্রবাসী মুসলিম উদ্দিন, ইতালী প্রবাসী কলিম উদ্দিন, সংবাদকর্মী নাজমুল হোসাইন, শাহবাজপুর সমাজকল্যাণ পরিষদের সেক্রেটারী আনোয়ার হোসাইন, শিক্ষক রেদওয়ান আহমদ প্রমুখ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.