× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হাতিয়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে ঈদ উপহার প্রদান

মোঃএনায়েত হোসেন, নোয়াখালী প্রতিনিধি।

২৭ মার্চ ২০২৫, ১৭:১২ পিএম

ছবিঃ সংগৃহীত।

বাংলাদেশ আনসার বাহিনী’র ডিজির উদ্যোগে ঈদ উপহার প্রদান করা হয়। আজ (২৭ মার্চ) বিকেলবেলা নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়ের সামনে বাহিনীর ভাতা ভোগীদের মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হয়।

আনসারের ডিজি মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের দিক নির্দেশনায় নোয়াখালী জেলা কমান্ড্যান্ট মোঃ সুজন মিয়া এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। জেলা কমান্ড্যান্টের ঈদ উপহার বিতরণী কার্যক্রমের আনুষ্ঠানিকতা শেষে ৯টি উপজেলার স্ব স্ব উপজেলা কার্যালয়ের সামনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভাতা ভোগীদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়।

বাহিনীর পক্ষ থেকে ঈদ উপহার হাতে পেয়ে হাতিয়া উপজেলা আনসার ও ভিডিপি সদস্য সহ একাধিক ভাতা ভোগীরা জানান,বাহিনীতে দীর্ঘ দিন কাজ করলেও আমরা এই প্রথম ডিজি মহোদয়ের উদ্যোগের কারণে প্রথম বারের মত ঈদ উপহার পেলাম। আমরা এজন্য সন্মানিত ডিজি মহোদয়,জেলা কমান্ড্যান্ট বাহিনী সহযোগী সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে এই ধরনের উদ্যোগের ধারাবাহিকতায় বজায় থাকলে বাহিনীর প্রতি আমরা চিরকাল কৃতজ্ঞ থাকবো বলেও জানান তারা।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর হাতিয়া উপজেলা কর্মকর্তা সুকুমার চন্দ্র বর্মন জানান,সন্মানিত ডিজি মহোদয়ের দেওয়া ঈদ উপহার জেলা কমান্ড্যান্টের দিক নির্দেশনায় আমার উপজেলায় ভাতা ভোগীদের হাতে সুষ্ঠু ভাবে তুলে দিতে পেরেছি। আমার চাকুরী জীবনে এই প্রথম আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী’র ভাতা ভোগীদের মাঝে ঈদ উপহার তুলে দিতে পেরে সত্যি আমি আনন্দিত।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.