ছবিঃ সংগৃহীত।
ঈদ উৎসব যত ঘনিয়ে আসছে, চন্দনাইশের বিভিন্ন শপিং মলগুলোতে ক্রেতা সাধারণের উপচেপড়া ভিড় পরিলক্ষিত হচ্ছে। পছন্দ মত পোশাক কেনার জন্য বিভিন্ন বয়সের নারী-পুরুষ ভিড় করছেন শপিংমল থেকে শুরু করে ফুটপাতে বসা কাপড়ের দোকানগুলোতে। পাশাপাশি এখানকার মার্কেটগুলোও সেজেছে নানা বর্ণিল সাজে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, চন্দনাইশের বিভিন্ন শপিং-মলগুলোর মধ্যে খাঁনহাট, রওশনহাট, দোহাজারী, মৌলভী বাজার, বৈলতলীসহ উপজেলার প্রায় ১৫টি মার্কেট নতুন পরিসরে সেজেছে। যুগের সাথে তাল মিলিয়ে নতুন ডিজাইনের বিভিন্ন নাম ব্যবহার করে তৈরি করেছে নতুন পোশাক। চলতি বছরে ডিজাইনে এসেছে নতুন মাত্রা ও নতুন বৈচিত্র্য। মধ্যবিত্ত ও নিম্নবিত্তরা তাদের বাজেট মাথায় রেখে পছন্দ মত পোশাক ক্রয় করতে দেখা যাচ্ছে বিভিন্ন শপিংমল ও কাপড়ের মার্কেটগুলোতে। চন্দনাইশের সবচেয়ে ব্যস্ততম এলাকা ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের স্থান হচ্ছে দোহাজারী। এখানেই গড়ে উঠেছে হাজারী টাওয়ার, দোহাজারী সিটি সেন্টার, হাজারী শপিং সেন্টার, খান প্লাজা, শামসুদ্দিন সুপার মার্কেট, স্কুল মার্কেট, হাবিব প্লাজা।
তাছাড়া খাঁনহাটের গণি সুপার মার্কেট, ওয়ান আজিজ শপিং সেন্টার, রিভাইন প্লাজা, ছিদ্দিক বাছুরা শপিং কমপ্লেক্স, হাজী এনু মিয়া শপিং সেন্টার, বৈলতলী ইউনুচ মার্কেট, সিরাজ মার্কেট, বরকল মৌলভী বাজার, চন্দনাইশ সদর বাজার, রওশন হাট, বাদামতল আল শাকরা শপিং সেন্টার। এখন ঈদের পসরা সাজিয়ে এই শপিংমলগুলো সাজিয়েছেন ব্যবসায়ীরা। ঈদ ঘনিয়ে আসায় ক্রেতাদের ভিড়ে ব্যবসায়ীরা হিমশিম খাচ্ছেন। তবে দোহাজারী ও খাঁনহাটে অবস্থিত শপিংমলগুলোতে অপেক্ষাকৃত ভিড় বেশি পরিলক্ষিত হচ্ছে। ঈদকে সামনে রেখে আকর্ষণীয় পোশাকের সমাহার ঘটিয়েছেন বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীরা। শপিংমলগুলোতে দেশি-বিদেশি কাপড়ের মধ্যে ভারতীয় পোশাকের পাশাপাশি পাকিস্তানি, আফগানিস্তানের পোশাকের সমাহার রয়েছে। পাঞ্জাবিতে বিভিন্ন ধরনের নকশা, লেইস ও সিকুয়েন্সের কাজ করেছেন ডিজাইনাররা। থ্রি-পিচের মধ্যে দিল্লির বুটিক্স, ভারতীয় বিপুল, গঙ্গা, থানাবালা, দেওয়ান খ্রিব্যাগ, পা পাকিস্তানি জমজম, কাশ্মিরী, সুলতানসহ বিভিন্ন নাম ব্যবহার করে ক্রেতাদের আকর্ষণের চেষ্টায় রয়েছেন ব্যবসায়ীরা।
পাশাপাশি মেয়েদের কাতান, স্পট কাতান, জামদানি, অর্গানজা, বাবুর হাট টাঙ্গাইলের মনপুরি, জামদানি, সুতির শাড়ি পাকিজাসহ ছেলেদের জন্য বিভিন্ন ডিজাইনের পাঞ্জাবি শোভা পাচ্ছে এ সকল শপিংমলে। থান কাপড়ের দোকানে চলছে পাইকারি হারে বেচাকেনা। মধ্য ও নিম্নবিত্ত পরিবারের একটি অংশ থান কাপড় ক্রয় করে কম খরচে নিজের পছন্দের পোশাকটি তৈরি করার ভিড় জমাচ্ছেন টেইলার্সের দোকানগুলোতে। অল্প পুঁজির ব্যবসায়ীরা তুলনামূলকভাবে কম মূল্যের থ্রি-পিস, পায়জামা-পাঞ্জাবি, ছোটদের পোশাক, প্রসাধনীর পসরা সাজিয়ে সড়কের পাশে নিজের মতো করে দোকান নিয়ে বসেছেন অনেকে। ক্রেতাদের চাহিদার উপর ভিত্তি করে মুল্য মুল্য নির্ধারণ করে ব্যবসা করছেন চন্দনাইশের এ সকল ব্যবসায়ী।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh