× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গোপালগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের মাঝে চেক বিতরণ

গোপালগঞ্জ প্রতিনিধি।

২৭ মার্চ ২০২৫, ১৬:২৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

গোপালগঞ্জে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। আজ (২৭ মার্চ) বেলা ১২টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান এ অনুদানের চেক তুলে দেন।

জানা গেছে, গণঅভ্যুত্থানে ঢাকায় গুলিতে গোপালগঞ্জ জেলার মোট ৩৮জন আহত ব্যক্তি তালিকাভূক্ত হয়েছেন। বৃহস্পতিবার ‘এ’ ক্যাটাগরির চারজনের প্রত্যেককে ২ লাখ টাকা ও ‘বি’ ক্যাটাগরির দুইজনের প্রত্যেককে ১ লাখ টাকার চেক বিতরণ প্রদান করা হয়েছে। 

চেক বিতরণ অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেষ বিশ্বাস, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. হারুন-অর-রশীদ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সী, মোঃ সেবগাতুল্যাহ সহ আহত পরিবারের সদস্যগণ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.