গোপালগঞ্জে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। আজ (২৭ মার্চ) বেলা ১২টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান এ অনুদানের চেক তুলে দেন।
জানা গেছে, গণঅভ্যুত্থানে ঢাকায় গুলিতে গোপালগঞ্জ জেলার মোট ৩৮জন আহত ব্যক্তি তালিকাভূক্ত হয়েছেন। বৃহস্পতিবার ‘এ’ ক্যাটাগরির চারজনের প্রত্যেককে ২ লাখ টাকা ও ‘বি’ ক্যাটাগরির দুইজনের প্রত্যেককে ১ লাখ টাকার চেক বিতরণ প্রদান করা হয়েছে।
চেক বিতরণ অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেষ বিশ্বাস, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. হারুন-অর-রশীদ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সী, মোঃ সেবগাতুল্যাহ সহ আহত পরিবারের সদস্যগণ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।