ছবিঃ সংগৃহীত।
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়ায় প্রায় দুই হাজার হতদরিদ্র ও বিভিন্ন পেশার মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সেই সঙ্গে দুই শতাধিক কোরআনের হাফেজ শিক্ষার্থীকে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে।
২৬ মার্চ (বুধবার) বিকেল ৪টায় কালারমারছড়া বাজারের ভূমি অফিস মাঠে এ মানবিক কার্যক্রমের আয়োজন করা হয়। ‘আর্তের সেবায় আমরা একটি পরিবার’—এই স্লোগানে ঐতিহ্যবাহী খউস্বর ঘোষ্টির তত্ত্বাবধানে মরহুম খায়রুল্লাহ মাতাব্বার ও ফাতেমা বেগম ফাউন্ডেশনের উদ্যোগে এবং সাংবাদিক হোবাইব সজীবের নিজস্ব অর্থায়নে ঈদ উপহার বিতরণ করা হয়।
উদ্যোক্তারা জানান, এলাকার দরিদ্র মানুষদের মুখে হাসি ফোটাতে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার অংশ হিসেবে নতুন পোশাক বিতরণ করেছে সাংবাদিক হোবাইব। শিশু, কিশোর-কিশোরী, নারী ও পুরুষদের জন্য শার্ট, পাঞ্জাবি, শাড়ি, লুঙ্গি ও অন্যান্য পোশাক দেওয়া হয়। এছাড়া স্থানীয় হেফজখানার দুই শতাধিক কোরআনের হাফেজকে সম্মাননা হিসেবে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।
কালারমারছড়া গ্রামের বাসিন্দা ৬০ বছরের বৃদ্ধ আব্দুল মালেক বলেন, 'এবার ঈদে নতুন পোশাক পরতে পারব বলে খুব ভালো লাগছে। আমাদের মতো দরিদ্র মানুষের জন্য এটি সত্যিই আনন্দের। একইভাবে, উপহার পাওয়া হাফেজ শিক্ষার্থী রফিকুল ইসলাম বলেন, 'পবিত্র রমজানে কোরআন তেলাওয়াতের জন্য এভাবে সম্মাননা পাওয়া সত্যিই আনন্দের।"
হেফজ শিক্ষার্থী মোহাম্মদ রাইহান উদ্দিনের সঞ্চালনায় এবং ফাউন্ডেশনের সভাপতি ও মহেশখালী অনলাইন প্রেসক্লাবের সভাপতি হোবাইব সজীবের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—মহেশখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ফরিদুল আলম দেওয়ান, কালারমারছড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সালাহ উদ্দিন নূরী পিয়ারু, মোহাম্মদ শাহঘোনা হাফেজ খানার প্রধান শিক্ষক মৌলভী মাহমুদুল হক, ছামিরা ঘোনা সিরাজুল মোস্তাকীম হাফেজ খানা ও এতিমখানার প্রধান শিক্ষক মৌলভী মাহবুব আলম
কালারমারছড়া বাজার বণিক সমবায় সমিতির সদস্য মোহাম্মদ শফি, কালারমারছড়া কৃষক দলের সভাপতি শামসু আলম, স্থানীয় নয়া পাড়া সমাজ কমিটির সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন (মনু), বক্তারা ঈদ উপহার বিতরণের এই মহৎ উদ্যোগের প্রশংসা করেন এবং সমাজের বিত্তবানদের দরিদ্রদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
এ বছরই প্রথম নয়, সাংবাদিক হোবাইব সজীব ও তাঁর পরিবার ১৫ রমজান থেকে ধারাবাহিকভাবে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ করে আসছেন। এলাকার অসহায়দের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে তিনি মহেশখালীস্থ উপকূলীয় সাংবাদিক ফোরামের কার্যালয়েও উপহার বিতরণ করেন।
এই উদ্যোগের অংশ হিসেবে প্রায় ২০০০ নারী-পুরুষের মাঝে নতুন জামা-কাপড় এবং ২০০ জন কোরআনের হাফেজের মাঝে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়। স্বেচ্ছাসেবক মো. রাশেদুল ইসলাম বলেন, 'হতদরিদ্রদের মাঝে উপহার বিতরণ করতে পেরে সত্যিই ভালো লাগছে। অনেক বৃদ্ধ-বৃদ্ধা নতুন পোশাক পেয়ে চোখের পানি ফেলেছেন। এটি আমাদের জন্য দারুণ এক মানবিক অভিজ্ঞতা।"
সাংবাদিক হোবাইব সজীব বলেন, 'আমি ছোট পরিসরে এই কার্যক্রম শুরু করেছি। আগামীতে পুরো ঘোষ্টির সহযোগিতায় আরও বড় পরিসরে ভালবাসার ঈদ উপহার বিতরণ করব, ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, 'এটি শুধু দানের বিষয় নয়, বরং এটি একটি সামাজিক দায়িত্ব। সমাজের বিত্তবানরা যদি সামান্য করে হলেও এগিয়ে আসেন, তাহলে অসহায় মানুষদের ঈদের আনন্দ দ্বিগুণ হয়ে যাবে।" তিনি সকলের দোয়া চেয়ে কালারমারছড়াবাসীসহ উপকূলীয় অঞ্চলের মানুষদের ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা জানান।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh