লক্ষ্মীপুরের রামগঞ্জে নানা আয়োজনের মাধ্যমে উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা।
সকাল ৬টায় উপজেলা প্রশাসন, রামগঞ্জ থানা পুলিশ, আনসার পিডিপি, ফায়ার সার্ভিস, রামগঞ্জ প্রেসক্লাব ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
সকাল ৯টায় রামগঞ্জ সরকারি কলেজ মাঠে মুক্তিযোদ্ধাদের বরণ করে নেওয়া হয় এবং অতিথিদের বিজয় দিবসের ব্যাজ পরিয়ে দেওয়া হয়। এরপর শুরু হয় বর্ণাঢ্য কুচকাওয়াজ, যেখানে বাংলাদেশ পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, স্কাউট, বিএনসিসি সদস্যরা অংশ নেন। কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রবিন শীষ ও রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার। কুচকাওয়াজ পরিচালনা করেন এস আই সাব্বির হোসেন।
পরে সকাল ১১টায় রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রবিন শীষ। আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাস, বীর মুক্তিযোদ্ধা আবু নাসের মন্টু, বীর মুক্তিযোদ্ধা সালেহ আহমদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির নাজমুল হাসান পাটোয়ারী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা রায়হানুল হায়দার, সমাজসেবা কর্মকর্তা আনোয়ার হোসেন, সমবায় কর্মকর্তা আনোয়ার হোসেন এবং রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু তাহের প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শরিফ উল্যাহ সামস।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রবিন শীষ তার বক্তব্যে মুক্তিযোদ্ধাদের অবদানের কথা স্মরণ করে বলেন, “বাংলাদেশের স্বাধীনতা আমাদের সর্বোচ্চ অর্জন। মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে আমাদের এই স্বাধীনতা এনে দিয়েছেন, তাদের অবদান কখনো ভোলার নয়।”
দিনব্যাপী এসব কর্মসূচির মধ্য দিয়ে শ্রদ্ধা ও ভালোবাসায় রামগঞ্জবাসী পালন করল মহান স্বাধীনতা দিবস।