মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা শাখার উদ্যোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৬শে মার্চ বুধবার ২৫শে রমাদান মুগল ইম্পিয়ারে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি মো: শহিদুল ইসলাম মৃধা, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলার আমীর টি.এম. বেলাল হুসাইন, শ্রীনগরে ছাত্র আন্দোলনের শহিদ সুভন এর পিতা ফজলুল ইসলাম, শহিদ আল-আমিন এর পিতা আইয়্যুব আলী, জাতীয় নাগরিক পার্টির জেলা কমিটির আহ্বায়ক জাকারিয়া, সদস্য মো: মাজাদ, মো: জুমান, মনটি, আল মাহবুব রবিন, আলি নেওয়াজ, রাজীব তালুকদার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূখ পাত্র অবন্তিকা দাস, সদস্য সচিব রোহান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ছিয়াম হাওলাদার, জেলা কমিটির সদস্য ফাহিম আহমেদ, শ্রীনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো:মোফাজ্জল হোসেন, ৭১ টিভির শ্রীনগর প্রতিনিধি মো:নিতুল প্রমুখ।
শহিদুল ইসলাম মৃধা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার আমলে আমরা এক সাথে বসে কথাও বলতে পারতাম না, আমাদের সকল ধরনের স্বাধীনতা কেরে নেওয়া হয়েছিলো। ৫ই আগস্ট ছাত্রদের হাত ধরে একটি নতুন স্বাধীনতা আমরা পেয়েছি, আর সেই ছাত্ররা একটি রাজনৈতিক দল তৈরি করেছে আমরা সবসময় সেই দলের পাশে আছি আমাদের সার্বিক সহযোগিতা সবসময়ই তাদের সাথে থাকবে। এই দেশের কল্যাণের জন্য আমরা সবসময় সদা প্রস্তুত আছি। সবশেষে বেগন খালেদা জিয়ার সুস্থতা কামনা করি এবং তারেক রহমান যেন দ্রুত দেশে ফিরতে পারে সেই জন্য সকলের কাছে দোয়া চাই।
ফজলুল ইসলাম বলেন, আমি ২০২৪ এর ছাত্র আন্দোলনে আমার ছেলেকে হাড়িয়েছি আমি জানি ছেলে হাড়ানোর যন্ত্রণা কতখানি, তোমরা এই জীবনের বিনিময়ে পাওয়া স্বাধীনতার মান রেখো দেশকে একটি মডেল রাষ্ট্র হিসেবে গড়ে তোলো সেই কামনা করি।
আইয়ুব আলী বলেন, আমাদের সন্তানদের জীবনের বিনিময়ে আমরা দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি আমরা চাই এই দেশ একটি সোনার দেশে পরিনত হোক। আর তোমরা আমাদের ছেলেদের ভুলে যেও না ওদের কথা মনে রেখ যারা দেশের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে।