× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নবীনগরে দুস্থ ১২ জনকে রিক্সা ও মাদ্রাসায় নগদ ১ লক্ষ টাকার হস্তান্তর

শেখ মিহাদ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।

২৭ মার্চ ২০২৫, ১৪:০৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শিবপুর ইউনিয়নের সাহারপাড় গ্রামে দারুল হিকমা মহিলা মাদ্রাসা প্রাঙ্গনে মহান স্বাধীনতা দিবস ও মাদ্রাসার কুরআন শিক্ষা সমাপনী উপলক্ষে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে লীরা গ্রুপের ব্যবস্থাপক কে এম আলমগীর ইকবালের পক্ষ থেকে ১২ টি ব্যাটারিচালিত অটোরিকশা ও চেয়ারম্যান নওজাত সারওয়াত ইসলামের পক্ষ থেকে মাদ্রাসায় নগদ ১ লক্ষ টাকার হস্তান্তর করা হয়। 

এটিএম আব্দুল্লাহ মাষ্টার ও প্রফেসর আফরিনা বেগমের সভাপতিত্বে উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান নাজমুল করিমের সঞ্চালনায় এতে কেন্দ্রীয় কৃষক দলের কে এম মামুনুর রশিদ, আসিফ বারি, শিবপুর ইউনিয়নের চেয়ারম্যান এম আর মজিব, মোজাম্মেলসহ অন্যান্যরা।

প্রধান অতিথির বক্তব্যে কে এম আলমগীর ইকবাল বলেন, আমি কথায় নয় কাজে বিশ্বাসী। প্রচার বিমুখ মানুষ,  এলাকায় চেষ্টা করবো দরিদ্র জনগনের পাশে দাঁড়ানোর জন্য। 

এ সময় উপজেলার ৬ টি ইউনিয়ন নিয়ে পূর্বাঞ্চল খ্যাত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার সাধারণ মানুষকে নিয়ে ইফতার করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.