× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মামলা থেকে বাঁচতে যুবদল নেতাকে যুবলীগ বানানোর পাঁয়তারা

নিজস্ব প্রতিবেদক

২৭ মার্চ ২০২৫, ১২:২৮ পিএম । আপডেটঃ ২৭ মার্চ ২০২৫, ১২:৩৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

সেনা সদস্যকে অপহরণ ও নির্যাতনের ঘটনায় বরিশাল বিএনপিসহ অঙ্গ সংগঠনের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের হওয়া মামলা বাদী আব্দুল মতিন কাজী বরিশালের টক অব দ্যা টাউনে পরিণত হয়েছে। বিশেষ করে বরিশাল বিএনপির নেতাদের মাঝে এ নামটি নিয়ে আলোচনার ঝড় উঠেছে।

অন্যদিকে মঙ্গলবার থেকে বাদী যুবদল নেতা আব্দুল মতিন কাজীকে যুবলীগ বানাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চলছে। মামলা থেকে বাঁচতে এ অপপ্রচার মামলার আসামিসহ তাদের অনুসারীরা চালাচ্ছে বলে অভিযোগ আব্দুল মতিনের। এ ঘটনায় ভূক্তভোগী চাঁদপুরের মতলব উপজেলা যুবদলের (উত্তর) প্রচার সম্পাদক আব্দুল মতিন কাজী দলের কেন্দ্রীয় নেতাসহ আইন শৃংখলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন। এ মামলার বাদী চাঁদপুরের মতলব উপজেলা যুবদলের (উত্তর) প্রচার সম্পাদক ও উপজেলার মোহনপুর ইউনিয়ন যুবদলের ৩৪ নম্বর সদস্য আব্দুল মতিন কাজী বলেন, মামলার আসামিরা আমার ছবি সুপার এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। এতে আমার মান হানী হচ্ছে। এ ঘটনার বিচার চাইছি। যুবদলের রাজনীতি করার কারণে গত ১৭ বছর আওয়ামী ফ্যাসিস্টদের দ্বারা ডজন খানেক মামলার আসামি হয়েছি।

আওয়ামী লীগের শাসন আমলে একজন যুবলীগ নেতার বিরুদ্ধে এতোগুলো মামলা হওয়া সম্ভব? আর আমি অন্যকোন অপরাধ করলে দল থেকে ইতিমধ্যে বহিস্কার করতো। মূলতঃ আমাকে হেয় করার পাশাপাশি মামলা থেকে বাঁচতে এ অপপ্রচার চালানো হচ্ছে । আমি রাস্ট্রের সাধারণ নাগরিক হিসেবে অপরাধের বিচার চেয়ে মামলা করেছি। এখন দেখছি আমি মামলা করে নিজেই অপরাধী হয়ে গেছি!

এর আগে মঙ্গলবার বরিশালে বালুমহাল ইজারা দরপত্র জমা দেয়াকে কেন্দ্র করে সেনা সদস্যকে অপহরণের পর আটকে রেখে নির্যাতনের অভিযোগে বিএনপি ও অঙ্গ সংগঠনের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার বিকেলে বরিশাল কোতয়ালী মডেল থানায় মামলাটি দায়ের করেন আব্দুল মতিন কাজী। মামলার বাদী অপহরণের শিকার সেনাসদস্যের চাচা।

এ ঘটনার আগে সোমবার রাতে বরিশাল নগরীর রিচমার্ট আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অপহৃত সেনাসদস্যকে উদ্ধার করা হয়। তখন হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিব, বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতিসহ তিনজনকে গ্রেফতার করে পুলিশে তুলে দেয় সেনাবাহিনী।

সেনাবাহিনীর হাতে গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন, বরিশাল জেলার হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট দেওয়ান মো. মনির হোসেন (৪২)। এবং বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি নূর হোসেন সুজন (৩৫) ও হিজলা উপজেলা স্বে”ছাসেবক দলের সদস্য ইমরান খন্দকার (৩৫)।

এ মামলার পলাতক আসামিরা হলেন- বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি প্রকৌশলী মাহফুজুল আলম মিঠু, বরিশাল জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদুর রহমান ওরফে মাসুদ রাঢ়ী, কাশিপুরের রুবেল, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও হোটেল রিচমার্টের মালিকানা অংশীদার বেলায়েত হোসেন, গণপাড়ার বাসিন্দা মো. জাহিদ, মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ফরিদা বেগম, মহানগর স্বে”ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু, জেলা স্বে”ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নিজামুর রহমান নিজাম, কামরুল।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.