× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষক দাবি করায় সরাইলের এসিল্যান্ড প্রত্যাহার

সরাইল প্রতিনিধি।

২৭ মার্চ ২০২৫, ১১:২২ এএম

ছবিঃ সংগৃহীত।

শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক দাবি করা ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সিরাজুম মুনিরা কায়ছানকে প্রাথমিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার সকালে ফেসবুকে এ বিষয়ে পোস্ট দেওয়ার পর তাকে সরিয়ে নেওয়া হয়। যদিও এসিল্যান্ড পরবর্তীতে পোস্ট দিয়ে দাবি করেন, লেখাটি তিনি লেখেননি, আইডি হ্যাক হয়েছিল। পরে আবার তিনি আইডি ফিরে পান।

এদিকে পোস্ট দেওয়ার পর aponjon parvaz নামে ফেসবুক আইডি থেকে প্রথমে ফেসবুকে প্রতিবাদ জানানোর পর বিষয়টি উপজেলা বিএনপির নেতাকর্মীদের নজরে আসে। পরবর্তীতে সরাইল অন্নদা উচ্চ বিদ্যালয়ের মাঠে এসিল্যান্ড স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে গেলে সেখানে উপস্থিত বিএনপির নেতাকর্মীদের তোপের মুখে পড়েন সিরাজুম মুনিরা কায়ছান। এরপর অবস্থার বেগতিক দেখে তিনি মাঠ থেকে ফিরে আসেন। এর প্রায় পৌনে এক ঘণ্টা পর সেই পোস্ট মুছে ফেলা হয়। পরে আরেকটি পোস্ট করে এতে প্রথম পোস্টটি ফেসবুক হ্যাক করে করা হয়েছে বলে দাবি করলেও বিএনপি নেতাকর্মীদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করে।

তারা বলেন, শাক দিয়ে মাছ ডাকা যায় না। উনি যে আওয়ামী দোসর এটাই তার প্রমাণ করে। এই দাবিকে নাটক বলে সরাইল উপজেলা বিএনপির নেতাকর্মীরা এসিল্যান্ডের অপসারণ দাবি করে। এ নিয়ে একে একে ফেসবুকে তোলপাড় শুরু হয়।

এসিল্যান্ডের অফিসিয়াল ফেসবুক পোস্টে লিখা ছিল, ‘পৃথিবীর বুকে বাংলার নাম আজ উজ্জ্বল, লড়াইয়ের ইতিহাসে লেখা হলো অনন্য মহিমা, সেখানে বীরত্বের গান বাজে নিঃশব্দে, শাসকগোষ্ঠীর শৃঙ্খল ভেঙে মুক্তির সীমানা। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নির্মম গণহত্যা চালায়। সেদিন রাতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করেন-বাংলাদেশ স্বাধীন! এরপর শুরু হয় আমাদের মুক্তিযুদ্ধ। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর ১৬ই ডিসেম্বর বিজয় অর্জিত হয়, কিন্তু এর ভিত্তি স্থাপিত হয়েছিল ২৬শে মার্চেই। তাই এই দিনটি আমাদের স্বাধীনতার প্রতীক, সংগ্রামের চেতনা এবং আত্মত্যাগের মহিমায় উজ্জ্বল। আমাদের স্বপ্ন একটি দুর্নীতিমুক্ত, প্রযুক্তিনির্ভর, উন্নত বাংলাদেশ। যেখানে সব নাগরিকের সমান অধিকার থাকবে, শিক্ষার মান আরো উন্নত হবে, অর্থনীতি হবে স্বনির্ভর, এবং সর্বোপরি-গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচার থাকবে সুসংহত। অর্জিত স্বাধীনতা কেবল একটি ঘটনা নয়, জীবনধারার প্রাত্যহিকতায় মুক্তির আবেশ দায়িত্ব এদেশের প্রতিটি সন্তানের কাঁধে, আগামী দিনে গড়তে হবে সোনার বাংলাদেশ। মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।

পোস্টটি মূহুর্তে ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর পরই সরাইল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ জানান এবং এসিল্যান্ডের অপসারণ ও বিচার দাবি করেন। পরে পোস্টটি মুছে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলে দাবি করা হয়।

সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারফ হোসেনের সাথে ফোনে যোগাযোগ করলে যায়যায়কালকে বলেন, এসিল্যান্ড দাবি করেছেন লেখাটি তিনি লিখেননি। এ আইডির পাসওয়ার্ড অনেকের কাছে ছিল।

জেলা প্রশাসক বলেছেন তাকে আপাতত দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে আগামীকাল চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বিষয়টি তদন্ত করতে বলেছেন। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.