দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় মব জাস্টিসে দুইজনকে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে শাহজাহান চৌধুরী বলেন, এনএসআই কে আগামী এক সপ্তাহের মধ্যে তদন্ত করে সাতনিয়ায় দুইজনকে হত্যাকারীদের এক এক বের করতে হবে।
মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে সাতকানিয়া সী-ওয়ার্ল্ড রিসোর্ট হলরুমে সাতকানিয়া সাংবাদিক সমিতি আয়োজনে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাহজাহান চৌধুরী বলেন, সাতকানিয়া লোহাগাড়ার মানুষকে নির্যাতন নিপীড়ন অত্যাচারের বর্ণনা দেওয়ার কিছু নাই,সাতকানিয়া লোহাগাড়ার মানুষ নির্যাতন নিপীড়নের জীবন্ত সাক্ষী।সাতকানিয়ায় পরিকল্পিতভাবে দুইজনকে হত্যাকারীদের আগামী এক সপ্তাহের মধ্যে এনএসআই'কে তদন্ত করে এক এক করে বের করতে হবে।সাতকানিয়ায় আর কোন মারামারি ভেদাভেদ চাই না।পুলিশ আইনশৃঙ্খলাবাহিনীর কাউকে জনগণের মুখোমুখি করবেন না।
তিনি আরও বলেন, আগে আওয়ামী ফাসিস্টদের বিচার হবে,তারপর নির্বাচন।এই গভর্নমেন্ট দূর্বল গভর্নমেন্ট নয়,অনেক প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে।সব কলকাতা থেকে আওয়ামীলীগের সাপ্লাই করা।সেনাপ্রধান বলেছেন, এই সরকারের সাথে সেনাবাহিনী বিজিবি সবাই রয়েছে।সংস্কারের মাধ্যমে ১৮ কোটি মানুষের ভাগ্য পরিবর্তন করবে ইনশাআল্লাহ।
চৌধুরী বলেন, আর দলাদলি,ভেদাভেদ,দলকানা নয়।সৎ নেতৃত্ব আল্লাহর আইন,ন্যায় ইনসাফ বৈষম্যহীন ইসলামী স্টেট ছাড়া মানুষের মুক্তি নেই।জাতির স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবো।
অনুষ্ঠানে সাতকানিয়া সাংবাদিক সমিতির সভাপতি সাংবাদিক শহীদুল ইসলাম বাবরের সভাপতিত্বে ও দৈনিক কর্ণফুলীর সার্কুলেশন ম্যানেজার দিদারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আয়োজনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রামের টিম সদস্য অধ্যাপক জাফর সাদেক, চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী, সহকারী সেক্রেটারী মোহাম্মদ জাকারিয়া, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম, সাতকানিয়া জামায়াতের আমীর মাওলানা কামাল উদ্দিন, সাবেক আমীর ডা. নুরুল হক,সাতকানিয়া জামায়াতের নায়েবে আমীর মাস্টার আব্দুস সোবহান, লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি সাইফুল্লাহ চৌধুরী প্রমুখ।