× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মতলব উত্তরে ড. জালাল উদ্দিনের পক্ষ থেকে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল

মো : তুহিন ফয়েজ, মতলব চাঁদপুর প্রতিনিধি।

২৬ মার্চ ২০২৫, ১৬:০৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. জালাল উদ্দিনের পক্ষ থেকে মতলব উত্তর ও দক্ষিণ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৫ মার্চ মঙ্গলবার বিকালে লুধুয়া গ্রামে ড. জালাল উদ্দিনের নিজ বাড়িতে আয়োজিত এই ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. জালাল উদ্দিনের সহধর্মিণী ইঞ্জি. শাহনাজ পারভীন।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জি. শাহনাজ পারভীন বলেন, সাংবাদিক কাজই হলো সঠিক তথ্য তুলে ধরা। সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরে দেশ ও জাতিকে আলোকিত করবেন। সাংবাদিক হলো রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। এতোটা গুরুত্বপূর্ণ স্থানে থেকে রাষ্ট্র উন্নয়নে কাজ করতে হবে। তাই আমার অনুরোধ চাঁদপুর-২ তথা মতলবের যেকোন বিষয়ে সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ জনগণের সামনে তুলে ধরবেন। তিনি ড. জালাল উদ্দিন ও সকল কবরবাসীর মাগফিরাত কামনায় দোয়া চান।

এসময় আরো উপস্থিত ছিলেন, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এমদাদ হোসেন, ফতেপুর পুর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি তোফায়েল পাটোয়ারী, মতলব উত্তর উপজেলা যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনু, যুবদল নেতা ফরহাদ হোসেন ফুয়াদ প্রমুখ।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাব ও মতলব উত্তর প্রেসক্লাব এবং মতলব দক্ষিণ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.