× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পর্যটক বরণে প্রস্তুত পর্যটন নগরী কক্সবাজার

অন্তর দে বিশাল,স্টাফ রিপোর্টার(কক্সবাজার) প্রতিনিধি।

২৬ মার্চ ২০২৫, ১৬:০০ পিএম

ছবিঃ সংগৃহীত।

পবিত্র ঈদুল ফিতরের টানা ছুটিতে ভ্রমণপিপাসুদের বরণে প্রস্তুত রয়েছে পর্যটন নগরী কক্সবাজার। আগত পর্যটকদের আকর্ষণ করতে এবার হোটেল মোটেল গেস্টহাউস গুলো বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে। এছাড়াও পর্যটকদের নিরাপত্তা ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে জেলা প্রশাসন ও ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ পদক্ষেপ।

সরেজমিনে দেখা যায়, রমজান মাস শুরু হাওয়ার পর থেকে কক্সবাজার পর্যটক শূন্য। গত এক সপ্তাহে একটি কক্ষও ভাড়া হয়নি। তবে রমজানে পর্যটক না থাকায় এ সময়কে হোটেল- মোটেল গুলো মেরামত,পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সাজ-সজ্জার সময় হিসেবে নিয়েছেন মালিকরা। আগামী মৌসুমের উপযোগী করতে এখন অধিকাংশ হোটেল-মোটেল-কটেজ ও রেস্টুরেন্টে মেরামত, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সাজ-সজ্জার কাজ একেবারে শেষ পর্যায়ে বলা চলে।

শহরের হোটেল মোটেল জোন ঘুরে দেখা যায়, আবাসিক প্রতিষ্ঠানই ঈদের ছুটিকে কেন্দ্র করে আকর্ষণীয় ছাড়ের সুযোগ ব্যবস্থা গ্রহণ করেছে। বিভিন্ন হোটেলে ঈদ উপলক্ষে আকর্ষণীয় কম্বো প্যাকেজের মাধ্যমে ৪০ থেকে ৬০% পর্যন্ত ছাড়ের ব্যবস্থা থাকছে। এছাড়া অনেক হোটেলেই বুফে লাঞ্চ ও ডিনারের ব্যবস্থা রাখছে। ঈদের ছুটি শুরু হলে কক্সবাজারে আবারও পর্যটকদের ভিড়ে মুখর হয়ে উঠবে সেই প্রত্যাশায় প্রহর গুনছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী'রা।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, রমজান মাসে কক্সবাজারে পর্যটকের সংখ্যা অনেক কমে যায়। বিশেষ করে দিনের বেলা রোজার কারণে ভ্রমণে আগ্রহী হন না পর্যটক'রা। তবে ঈদুল ফিতরের ছুটি শুরু হলে পর্যটকদের ঢল নামবে এবং কক্সবাজার আবারও ফিরে পাবে তার চিরচেনা কোলাহল। রোজা শুরুর পর থেকে শহরের সাড়ে পাঁচ শতাধিক হোটেল-গেস্ট হাউস রিসোর্ট সমূহের ৯৫ শতাংশই খালি।

একাধিক পর্যটন ব্যবসায়ীরা জানান, রমজান মাসের শুরুতে ঈদের সময়ের জন্য আবাসিক প্রতিষ্ঠান গুলোতে মাত্র ৩০—৪০% বুকিং হয়েছে। তবে তারা আশাবাদী যে ঈদের আগে বুকিং আরও বাড়বে। গত রমজানের ঈদে ভালো ব্যবসা হলেও এবার তা দ্বিগুণ হওয়ার কথা বলছে তারা।

তারকা মানের হোটেল রামাদার ফ্রন্ট ম্যানেজার শাহাদাত হোছাইন জানান, ইতোমধ্যে তাদের হোটেলে ৪০-৫০ % অগ্রিম বুকিং হয়েছে। রমজানের ঈদ ঘিরে বিভিন্ন কম্বো প্যাকেজের মাধ্যমে ৫০ % পর্যন্ত ডিসকাউন্ট দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।

হোটেল রয়েল বিচের ফ্রন্ট ডেস্ক ম্যানেজার জামশেদুল ইসলাম জানান, হোটেলের রুম ৪০-৫০% % বুকিং হয়েছে। বরাবরের মতোই এই ঈদে গ্রাহকদের সন্তুষ্টির জন্য কর্তৃপক্ষের নির্দেশে ডিসকাউন্ট দিয়েছি। তা ছাড়া বুফে লাঞ্চ ও ডিনারেরও ব্যবস্থা থাকছে। ঈদের ছুটিতে
ভ্রমণপিপাসুদের হোটেল রুম বুকিং করে কক্সবাজার আসার কথা জানান তিনি।

এনিয়ে কক্সবাজার কলাতলী হোটেল রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকিম খান বলেন, রমজান মাসে পর্যটকের সংখ্যা কমে যাওয়া আমাদের জন্য নতুন কিছু নয়। বছরের এই সময়টায় ব্যবসা মন্দা থাকে। তবে ঈদের ছুটি শুরু হলে কক্সবাজার আবারও পর্যটকদের ভিড়ে মুখর হয়ে উঠবে। আমরা সেই সময়ের জন্য প্রস্তুতি নিয়ে রাখছি।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার ( ভারপ্রাপ্ত)  নিহাদ আদনান তাইয়ান বলেন, "আমরা ঈদের ছুটিতে পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের জোরদার নিরাপত্তা ব্যবস্থা থাকবে এবং পর্যটক’রা যাতে নির্বিঘ্নে তাদের ভ্রমণ উপভোগ করতে পারে"।
কক্সবাজার ঈদের ছুটিতে পর্যটকদের জন্য আকর্ষণীয় ছাড়, জোরদার নিরাপত্তা ব্যবস্থা এবং নতুন কিছু আকর্ষণ নিয়ে প্রস্তুত।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.