× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পটুয়াখালীতে শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদ বাজার

শাহিন খান,পটুয়াখালী প্রতিনিধি।

২৫ মার্চ ২০২৫, ১৭:৫১ পিএম

ছবিঃ সংগৃহীত।

পটুয়াখালীতে আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে দাম চড়া হলেও শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদ বাজার। পরিবার-পরিজনের জন্য বিশেষ করে ছেলে-মেয়েদের জন্য নতুন জামা কাপড় কিনতে শহরের নতুন বাজার, পৌর নিউমার্কেট, পুরান বাজার, সদর রোড, সবুজবাগ মোড়, পুলিশ সুপার মার্কেটসহ বিভিন্ন এলাকায় ছোট-বড় মার্কেট, বিভিন্ন ব্রান্ডের শপিংমলে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। 

পিছিয়ে নেই ফুটপাতের বেচাকেনাও। স্বল্প দামে পছন্দের নতুন পোশাক কিনতে সেখানেও দেখা গেছে ক্রেতা সাধারনের ভিড়। অন্যান্য বছরের তুলনায় এবার রোজার শুরু থেকেই কমবেশী কেনাকাটা শুরু করেছেন ক্রেতারা। দোকানীরাও বেচা-কেনায় সন্তুষ্ট।

বিক্রেতা দোকানীরা বলছেন, রমজানের শেষ দিক হওয়ায় এখন জমজমাট বেচা-কেনা চলছে। আরো বেশী ক্রেতাদের সমাগমের প্রত্যাশা করছেন দোকানীরা। 

গত রবি ও সোমবার শহরের পৌর নিউমার্কেট, বড় মসজিদ সংলগ্ন সদর রোড এলাকা, পুরান বাজার ও সবুজবাগ মোড় এলাকা ঘুরে দোকানে ও শপিং মলসমূহে ক্রেতাদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। নিউমার্কেট ও সদর রোড এলাকায় ক্রেতাদের ভিড়ে দোকানিরা ঠিকমতো বিকি-কিনি করতে হিমশিম খাচ্ছে। 

মেয়েদের পোশাক বিশেষ করে থ্রী পিছ, বিভিন্ন ডিজাইনের বোরকা, ছেলেদের শার্ট, প্যান্ট, পায়জামা-পাঞ্জাবী, গেঞ্জি বেশী বিক্রি হচ্ছে বলে বিক্রেতারা জানান। এ পোশাক বিক্রির পাশাপাশি জুতার দোকান গুলোতেও ক্রেতাদের ভিড় প্রচন্ড। 

একাধিক ক্রেতা জানান, আগের তুলনায় এবার সবকিছুর দাম অনেক বেশী হলেও ঈদে ছেলে-মেয়েদের জন্য কেনা-কাটা করতে হয়। ঈদকে সামনে রেখে সকল প্রকার অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সামাল দিতে আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়মিত রোভাস্ট-পেট্রোলিং লক্ষ্য করা গেছে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.