স্বাধীনতা দিবস উপলক্ষে সমাজের অসহায় এতিমদের মাঝে নগদ অর্থ বিতরণ করেছে শহীদ তজু- টিটু ফাউন্ডেশন। আজ(২৫ মার্চ) সকালে মানিকগঞ্জের সেওতা এলাকায় অর্ধশত এতিমদের নগদ অর্থ বিতরণ করেন শহীদ তজু এবং টিটুর ভাই জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মোহাম্মদ রফি অপু।
এ সময় গোলাম মোহাম্মদ রফি অপু বলেন,এখন থেকে এই ফাউন্ডেশনের মাধ্যমে প্রতিমাসে অসহায় এতিম বাচ্চাদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হবে।
তিনি মানিকগঞ্জ জেলাবাসীর কাছে দোয়া চেয়ে আরো বলেন, যতদিন এই দুনিয়াতে বেঁচে থাকব আমি যেন দুঃখী মানুষের আপনজন হিসেবেই এই দুনিয়াতে বেঁচে থাকতে চাই পারি। এবং আমার ভাই শহীদ তজু-টিটো ফাউন্ডেশন যেন মহান মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আমাদের সকল বাংলাদেশের মানুষের হৃদয়ের মাঝে বেঁচে থাকেন।