× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লোহাগড়া-লক্ষীপাশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি।

২৫ মার্চ ২০২৫, ১৬:০১ পিএম

ছবিঃ সংগৃহীত।

 নড়াইলের লোহাগড়া উপজেলার ঐতিহ্যবাহী লোহাগড়া-লক্ষীপাশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (২৫ মার্চ) সকাল ১১ টায় বিদ্যালয়ের কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

বিশিষ্ট শিক্ষানুরাগী ও লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো: নজরুল ইসলামের সভাপতিত্বে ও সমাজসেবক শ ম লুৎফর রহমানের সঞ্চালনায় মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের নবনিযুক্ত সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব মো: সাচ্চু মিয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম রেজাউল ইসলাম, সমাজ সেবক বিশ্বাস মেহেদি হোসেন, সাবেক প্রধান শিক্ষক মোঃ কবির হোসেন,বীর মুক্তিযোদ্ধা মোঃ রেজাউল করিম খান, সমাজসেবক হারুন উর রশিদ, শিক্ষক প্রতিনিধি মো. সেলিম সরদার, শিক্ষক মো. মাহমুদুল হাসান, সমাজ সেবক আমিনুর রহমান বাবলু, মল্লিকপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি মো. খিজির আহম্মেদ, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, লক্ষ্মীপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী পারভেজ হোসেন, লোহাগড়া পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাঈদ আলম শিপলু, সমাজ সেবক হাজী আবুল হোসেন, মো.আফছার হোসেন, সরদার সেলিম জাহাঙ্গীর, সরদার আব্দুল্লাহ, মো. হায়াতুর রহমান মিন্টু, বাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল  হান্নান মাস্টার, প্রধান শিক্ষক তসলিমুজ্জামান, নড়াইল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তাইবুল হাসান, লোহাগড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মিলন গাজী, যুগ্ম আহবায়ক জি এম মাহবুবুর রহমান লিটন, লোহাগড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শিমুল হাসান, দৈনিক নয়াদিগন্ত পত্রিকার লোহাগড়া প্রতিনিধি শরিফুজ্জামান, সাংবাদিক রেজাউল ইসলাম,  সাংবাদিক সরদার রইস উদ্দীন টিপুসহ প্রমুখ।

মতবিনিময় সভা শেষে বিদ্যালয়ের নবনিযুক্ত সভাপতি আলহাজ্ব মোঃ সাচ্চু মিয়াকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের শিক্ষক ও উপস্থিতিরা । 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.