× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রামপুরা-হাতিরঝিল প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন

এস এম ওয়ালিদুজ্জামান শুভ, ঢাকা।

২৪ মার্চ ২০২৫, ১৩:৫৫ পিএম । আপডেটঃ ২৪ মার্চ ২০২৫, ১৩:৫৯ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

রামপুরা-হাতিরঝিল থানা প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে আনন্দ টিভির রিপোর্টার শওকত সাগরকে সভাপতি, দৈনিক চিত্র পত্রিকার রিপোর্টার এস এম রাসেল আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

রবিবার (২৩ মার্চ) বিকালে রামপুরা-হাতিরঝিল প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে ২৯ সদস্যের কমিটি গঠন করা হয়।

অত্র ক্লাবের উপদেষ্টা দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকার সম্পাদক মোহাম্মদ মাসুদের সভাপতিত্বে এবং অত্র ক্লাবের দুই উপদেষ্টা কালের কন্ঠ পত্রিকার রিপোর্টার, মাহমুদ হোসাইন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-এর সাংগঠনিক সম্পাদক গোলাম মুজতবা ধ্রুব'র উপস্থিতিতে কমিটি গঠিত করেন।

এইদিকে পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি, দৈনিক যুগান্তর পত্রিকার সিটি রিপোর্টার (রামপুরা) আখিনুর আক্তার, বিজয় টিভির স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক, দীপ্ত টিভির রিপোর্টার সোহাগ আহমেদ, নিউজ টুয়েন্টি ফোরের রিপোর্টার শাহরিয়ার আলম, মোহনা টিভির মেজবাহ রহমান, সাংগঠনিক সম্পাদক, গ্লোবাল টিভির রিপোর্টার আনজাম খালেক, কোষাধ্যক্ষ আনন্দ টিভির রিপোর্টার ফরিদুল ইসলাম অপু , আইন বিষয়ক সম্পাদক আসাদ উল্লাহ, দপ্তর সম্পাদক, ভোরের পাতার রিপোর্টার খান শান্ত, প্রচার সম্পাদক, বাংলাদেশের আলো পত্রিকার রিপোর্টার ইমাম হোসেন ইমন, উপ-প্রচার সম্পাদক সকালের সময় পত্রিকার রিপোর্টার মো. মুস্তাকিম, প্রকাশনা বিষয়ক সম্পাদক, দৈনিক অপরাধ চক্র পত্রিকার রিপোর্টার জাকির হোসেইন রিমন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিক এই বাংলা পত্রিকার রিপোর্টার মোঃ সুজন,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, দৈনিক আলোচিত কন্ঠ পত্রিকার রিপোর্টার রেজওয়ান রনি, নারী ও শিশু বিষয়ক সম্পাদক, আনন্দ টিভির সিটি রিপোর্টার সোনিয়া দেলোয়ার, আপ্যায়ন বিষয়ক সম্পাদক, দৈনিক অপরাধ চক্র পত্রিকার রিপোর্টার লোকমান হোসেন শ্যামল, ধর্ম বিষয়ক সম্পাদক, সাপ্তাহিক সুসময় পত্রিকার রিপোর্টার নিজাম উদ্দিন।

নির্বাহী সদস্য, একাত্তর টিভির রিপোর্টার আরিফ হক, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার রিপোর্টার তুহিন ভুইয়া, আজকের সংবাদ পত্রিকার রিপোর্টার হাবিবুর রহমান রাজ, দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার সহ-সম্পাদক এস এম ওয়ালিদুজ্জামান শুভ, দৈনিক ভোরের দর্পণ পত্রিকার সম্পাদনা সহকারী আরাফাত হোসাইন কাউসার, দৈনিক শ্যামল বাংলা পত্রিকার রিপোর্টার মো: ইসমাইল হোসেন বাবু, অন্যজগত পত্রিকার রিপোর্টার মুনিরুল ইসলাম, সাপ্তাহিক সুসময় পত্রিকার রিপোর্টার জিয়াউল হক প্রমুখ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.