× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিয়ের জন্য কাজী ডাকতে গেল প্রেমিক; প্রেমিকাকে নিয়ে বন্ধু গায়েব

ডেস্ক রিপোর্ট

২৩ মার্চ ২০২৫, ২০:০৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

বিয়ের উদ্দেশ্যে প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছিল এক কিশোরী, কিন্তু শেষ পর্যন্ত প্রেমিকের বন্ধু তাকে নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে দুজনই ধরা পড়েন এবং মামলার ফলে কারাগারে যেতে হয় তাদের। 

এটি ঘটেছে ১৭ মার্চ সোমবার, পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ধাওয়া গ্রামে। 

মামলা সূত্রে জানা গেছে, ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আব্দুল কুদ্দুসের ছেলে অটোরিকশাচালক মো. হাসান (২৯) এবং একই এলাকার ১৪ বছরের কিশোরীর মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একসময় তারা পালিয়ে গিয়ে বিয়ে করার পরিকল্পনা করেন। 

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে তারা ভান্ডারিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে গিয়ে সেখানে কিশোরীকে বন্ধুর কাছে রেখে কাজী আনতে যান হাসান। কিন্তু হাসান তার অনুপস্থিতির সুযোগে প্রেমিকের বন্ধু মো. ইলিয়াস খান (২৩) কিশোরীকে নিয়ে পালিয়ে যায়। 

এসময়, প্রেমিক হাসান অনেক চেষ্টা করেও প্রেমিকা ও বন্ধুকে খুঁজে পাননি। পরে ২১ মার্চ দুপুরে ইলিয়াস ও কিশোরী ভান্ডারিয়া বাজারে আসলে, তাদের স্বজনরা তাদের ধরে ফেলেন। 

কিশোরীর পরিবার এরপর মামলা দায়ের করলে, ওয়ার্ডের চৌকিদার মো. জামাল আকন বাদী হয়ে ভান্ডারিয়া থানায় অপহরণ মামলা করেন। 

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ আনোয়ার জানান, কিশোরীকে অপহরণের অভিযোগে মামলার পর, হাসান ও ইলিয়াসকে গ্রেপ্তার করা হয় এবং শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.