× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কালিয়াকৈরে শ্রমিকদের বিক্ষোভে যুবদল নেতার নেতৃত্বে হামলা ও ভাঙচুর, আহত ১০

মো. মনিরুজ্জামান, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি ।

২৩ মার্চ ২০২৫, ১৮:০৩ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভান্নারা বটতলা এলাকায় দাইয়ু বাংলাদেশ লিমিটেড নামের একটি সোয়েটার কারখানায় বিক্ষোভরত শ্রমিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় যুবদল নেতার নেতৃত্বে চালানো এই হামলায় অন্তত ১০ জন শ্রমিক আহত হয়েছেন। হামলার পর শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে কারখানায় ব্যাপক ভাঙচুর চালায়।

জানা গেছে, ফেব্রুয়ারি মাসের বেতন, ঈদ বোনাস, টিফিন বিল বৃদ্ধি, বাৎসরিক ছুটির টাকা, হাজিরা বোনাস বৃদ্ধি, মাতৃত্বকালীন ছুটিসহ ৯ দফা দাবিতে রোববার সকাল থেকে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. মনিরুজ্জামানের নেতৃত্বে প্রায় দুই শতাধিক নেতা-কর্মী শ্রমিকদের ওপর হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে কমপক্ষে ১০ জন শ্রমিক আহত হন।

ঘটনার একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানায় ব্যাপক ভাঙচুর চালান। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে উত্তেজিত শ্রমিকরা পুলিশের বাধা উপেক্ষা করে ওই যুবদল নেতার মুদি দোকানেও ভাঙচুর ও লুটপাট চালান।

এক শ্রমিক জানান, ‘আমরা গত দুই দিন ধরে আমাদের ৯ দফা দাবিতে আন্দোলন করছি। কিন্তু আজ সকালে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা আমাদের ওপর হামলা চালিয়েছে, এতে আমাদের অন্তত ১০ জন শ্রমিক আহত হয়েছে।’

এ বিষয়ে জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. মনিরুজ্জামান বলেন, ‘আমরা কারখানা মালিকের ডাকে সাড়া দিয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম, তবে শ্রমিকদের ওপর কোনো হামলা চালাইনি।’

মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক আব্দুস সেলিম জানান কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। শ্রমিকদের দাবি নিয়ে মালিক পক্ষের সঙ্গে আলোচনা চলছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি সমাধানের চেষ্টা করছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.