ঝালকাঠি প্রেস ক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, ডিবিসি টেলিভিশনের ঝালকাঠি জেলা প্রতিনিধি ও জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অলোক সাহার পিতা গননাথ সাহা (৭৮) মৃত্যুবরণ করেছেন।
শনিবার দিবাগত রাত ১১টা ২৫ মিনিটে নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের বারইকরণ গ্রামের নিজ বাড়িতে রবিবার সকাল ১১টায় অত্যেষ্টিক্রিয়া শেষে রোববার দুপুরে তাকে পারিবারিক শ্মশানে সমাহিত করা হয়েছে।
গননাথ সাহা মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অনেক শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছে ঝালকাঠি সম্পাদক পরিষদের আহ্বায়ক ও আঞ্চলিক সংবাদপত্র পরিষদের সভাপতি জাহাঙ্গির হোসেন মঞ্জু, প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার সাহা, টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের আহ্বায়ক আল আমিন তালুকদার। এছাড়াও বিভিন্ন মহল থেকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।