× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আউটসোসিং বাতিলসহ ৫ দফা দাবীতে

পটুয়াখালীতে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের সহাস্রাধিক শিক্ষক,কর্মকর্তা- কর্মচারীদের মানববন্ধন

পটুয়াখালী প্রতিনিধি।

২৩ মার্চ ২০২৫, ১৬:১৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ( ৭ম পর্যায়) প্রকল্পের জনবল রাজস্বকরন ও আউটসোর্সিং বাতিলের দাবীতে মানববন্ধন ও প্রধান উপদেষ্টা বরাবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি হস্তান্তর করেছে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের কর্মকর্তা- কর্মচারী ও শিক্ষক- কেয়ারটেকার ঐক্য পরিষদ পটুয়াখালী জেলা শাখার ব্যানারে সহাস্রাধিক কর্মকর্তা- কর্মচারী, শিক্ষক- শিক্ষিকা ও কেয়ারটেকাগণ।

আজ (২৩ মার্চ) সকালে পটুয়াখালী জেলা মডেল মসজিদে সমবেত হয়ে পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে আউটসোসিং বাতিল করতে হবে, সকল জনবলকে রাজস্বভুক্ত করতে হবে, কর্মী ও কেয়ারটেকারদের স্কেল ভূক্ত করতে হবে, শিক্ষকদের সম্মানী বৃদ্ধি করতে হবে ও ঈদের আগে প্রকল্প অনুমোদন করে সকল শিক্ষক কেয়ারটেকার ও জনবলের বকেয়াসহ বেতনভাতাদি পরিশোধ করতে হবে এ শ্লোগান সম্বলিত ব্যানার, ফ্যাস্টুন, প্লাকার্ড হাতে নিয়ে ঘন্টা ব্যাপী মানববন্ধন ও সমাবেশ করেন সহাস্রাধিক কর্মকর্তা- কর্মচারী, শিক্ষক- শিক্ষিকা ও কেয়ারটেকাগণ।
 
ইসলামিক ফাউন্ডেশন পটুয়াখালীর ফিল্ড অফিসার মো. জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও মাস্টার ট্রেনার মাওলানা মো. আব্দুল হালিম এবং ফিল্ড সুপারভাইজার মো. শফিউল্লাহ দ্বয়ের সঞ্চালনায় মানববন্ধন ও সমাবেশে, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের কর্মকর্তা- কর্মচারী ও শিক্ষক- কেয়ারটেকার ঐক্য পরিষদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষনা করে এবং ঈদের আগে দাবি মেনে নেওয়ার আহবান জানিয়ে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা জামায়াতের আমীর এ্যাডভোকেট মো. নাজমুল আহসান, জাতীয় ইমাম সমিতির মাওলানা মো. ফারুক আলম, ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ান। আরও বক্তব্য রাখেন শিক্ষক মাওলানা মো. শফিকুল ইসলাম, শিক্ষক মো. বশিরুল ইসলাম, কেয়ারটেকার মাওলা ওমর ফারুক, মাওলানা মো. কায়সার প্রমুখ।

বক্তারা বলেন, ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ( ৭ম পর্যায়) প্রকল্পের আওতায় সারাদেশে প্রায় ৮০ হাজার মসজিদ ভিত্তিক শিক্ষাকেন্দ্র ও ২০৫০ টি রিসোর্স সেন্টারের মাধ্যমে ধর্ম ও নৈতিকতা শিক্ষার একটি জনগুরুত্বপুর্ন প্রকল্প হিসেবে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে প্রকল্পে নিয়োজিত শিক্ষক, কর্মকর্তাসহ সংশ্লিস্ট ব্যক্তিরা আন্তরিকতার সাথে কাজ করে আসছে। ৩২ বছর ধরে এ প্রকল্পে নিয়োজিত জনবল জঙ্গীবাদ, সন্ত্রাস প্রতিরোধ, যৌতুক ও বাল্যবিবাহ রোধ, ইভটিজিং, যৌন নির্যাতন, নারী ও শিশু পাচার, মাদক ও চোরাচালান রোধসহ জনসাধারনের ইতিবাচক মনোভাব তৈরীতে গুরুত্বপুর্ন ভূমিকা পালন করে আসছে।

মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম চলমান রাখার জন্য নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু প গণশিক্ষা কার্যক্রম (৮ম) পর্যায় প্রকল্পটি অনুমোদন, আউটসোসিং বাতিল, জনবলকে রাজস্বভূক্ত, শিক্ষকদের বেতন বৃদ্ধি, কর্মী ও কেয়ারটেকারদের স্কেলভূক্ত করার এবং ঈদের আগেই প্রকল্প অনুমোদন করে সকল শিক্ষক কেয়ারটেকার ও জনবলের বকেয়া বেতনভাতা পরিশোধ করার জন্য অন্তর্বতী সরকারের কাছে জোর দাবী করেন বক্তারা। পরে শিক্ষক নেতৃবৃন্দ উক্তদাবী সম্বলিত একটি স্মারকলিপি প্রধান উপদেষ্টার বরাবরে জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.