ঝালকাঠির রাজাপুরে সাংবাদিকদের সম্মানে উপজেলা জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ (২২ মার্চ) শনিবার বিকেলে উপজেলার হাইজ্যাক মোড় নামক এলাকায় আলোকিত রাজাপুর ক্যাডেট মাদ্রাসার মিলনায়তনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রাজাপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা কবির হোসেনের সভাপতিত্বে সেক্রেটারী মাওলানা নেছারুদ্দিনের পরিচালনায় উপস্থিত ছিলেন, রাজাপুর প্রেসক্লাবের সভাপতি এনামুল হোসেন খান, রাজাপুর সাংবাদিক ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি আ. রহিম রেজা, রাজাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মঈনুল হক লিপু। আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক আতিকুর রহমান, আমিনুল ইসলাম, অহিদ সাইফুল, রেজওয়ান, কামরুল ইসলাম, আদনান, মতিউর রহমান, রফিকুল ইসলাম, দুলাল তেওয়ারি, কামরুল ইসলাম মুরাদ, এমরান, সোহেল, সাইফুল ইসলাম রাব্বি, নবীন মাহমুদ, সোহেল, সাজ্জাত বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকদের ভূমিকা, স্বাধীন সাংবাদিকতার গুরুত্ব এবং সমাজ গঠনে গণমাধ্যমের অবদানের বিষয়ে আলোচনা করেন। তারা বলেন, পবিত্র রমজান মাসের শিক্ষাকে ধারণ করে সবাইকে মানবতার কল্যাণে কাজ করতে হবে। এছাড়াও দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, গণমাধ্যমের চ্যালেঞ্জ এবং সত্য ও ন্যায়ের পথে সাংবাদিকদের অবিচল থাকার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়।