পটুয়াখালীতে স্ত্রীর ৫৮ লাখ টাকা মূল্যের স্বর্ণ ও রিয়েল চুরির মামলায় স্বামীকে গ্রেফতার করা হয়েছে। আজ (২২ মার্চ) সকালে পটুয়াখালীর গলাচিপার থানাধীন শাখারিয়া-আমখোলা সড়ক থেকে তারে গ্রেফতার করে র্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের একটি অভিযানিক দল।
গ্রেফতারকৃত মোঃ নাসির উদ্দিন মোল্লা (৪৭), গলাচিপার ছৈলা বুনিয়া এলাকার বাসিন্দা আতাহার মোল্লার ছেলে।
র্যাব এজাহার পর্যালোচনায় জানায়, "মামলার বাদী চম্পা বেগম তার সৌদি প্রবাসী মেয়ের বাড়িতে বসবাস করেন। আসামী মোঃ নাসির উদ্দিন বাদী চম্পা বেগমের ২য় স্বামী। সে মাঝে মাঝেই বাদীর বাড়িতে যেতেন ও অবস্থান করতেন। তারই ধারাবাহিকতায় আসামি গত ২২/১১/২০২৪ইং তারিখে বাদীর বাড়িতে অবস্থান করে। ২৬/১১/২০২৪ইং তারিখ চলে যাওয়ার পর বাদী তার প্রবাসী মেয়ের রুমে গিয়ে আলমারীর ড্রয়ার ভাঙ্গা আলমারীর ড্রয়ারে রক্ষিত স্বর্নের হার,চেইন,কানের দুলসহ অন্যান্য স্বর্নের অলংকারাদী ও ডায়মন্ড অলংকারসহ প্রায় ৪৬ লাখ টাকা মূল্যের অলংকার এবং সৌদি ৪০,০০০(চল্লিশ) হাজার রিয়ালসহ সর্বমোট বাংলা টাকায় প্রায় ৫৮০০০০০ (আটান্ন লক্ষ চল্লিশ হাজার)টাকার মালামাল নিয়ে যাওয়া দেখতে পেয়ে বিষয়টি সৌদি প্রবাসী মেয়েকে জানালে মেয়ে ১নং নাসির উদ্দিন-কে ফোন করে জিজ্ঞাসা করলে তিনি স্বর্নালংকার ও সৌদি রিয়ালের ফেরত দিবে মর্মে জানায়।
পরবর্তীতে বাদী এবং বাদীর মেয়ে স্বর্ন অলংকারাদী ও সৌদি রিয়াল ফেরত দেওয়ার জন্য বারবার বলা সত্ত্বেও ফেরত না দেওয়ায় ডিএমপির কাফরুল থানায় একটি মামলা দায়ের করেন যার পরিপ্রেক্ষিতে তআকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইননানুগ ব্যবস্থা গ্রহনের জন্য পটুয়াখালী সদর থানায় জমা দেয়া হয়েছে এবং পরবর্তীতে মামলার তদন্তকারী অফিসারের নিকট হস্তান্তর করা হবে বলেও জানায় র্যাব।