× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শ্রীমঙ্গলে ভেজাল মসলা কারখানায় প্রশাসনের অভিযান

গোলাম কিবরিয়া জুয়েল. শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি।

২০ মার্চ ২০২৫, ১৮:২৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মসলা কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ এর নেতৃত্বে বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে শহরের সাগরদিঘী রোডস, শান্তিবাগসহ বিভিন্ন স্থানে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া মসলার কারখানায় অভিযান পরিচালনা করা হয়।

এসময় মসলায় ভেজাল মেশানো ও অস্বাস্থ্যকর অবস্থায় মসলা উৎপাদন করার দায়ে খসরু আলমের মালিকানাধীন সাগরদিঘী রোডের ভাই-ভাই মসলা মিলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইউসুফ জানান, ভোক্তাদের অভিযোগ ছিল বিভিন্ন মসলার মিলে ভেজাল মসলা তৈরি হচ্ছে। এরই প্রেক্ষিতে আমরা অভিযান পরিচালনা করি।  এসময় মসলায় ভেজাল মেশানো ও অস্বাস্থ্যকর অবস্থায় মসলা উৎপাদন করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ আইনে খসরু আলমের মালিকানাধীন সাগরদিঘী রোডের ভাই-ভাই মসলা মিলকে ৫০ হাজার টাকা অর্থদন্ড জরিমানা আদায় করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.