× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আছিয়ার দাফনের আগে ধর্ষকের দাফন চাই

ময়মনসিংহ ব্যুরো

১৩ মার্চ ২০২৫, ১৮:৩৫ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

ময়মনসিংহ নগরীর ফিরোজ জাহাঙ্গীর চত্বরে আছিয়ার দাফনের আগে ধর্ষকের দাফন চাই, এমন ব্যানারে মানববন্ধন করেছে ময়মনসিংহবাসী। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকালে নগরীর ফিরোজ-জাহাঙ্গীর চত্তরে শোকার্ত ময়মনসিংহবাসীর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ওই দিন দুপুর ১টার দিকে মাগুরায় নির্যাতনের শিকার শিশু আছিয়া ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এদিকে, তার মৃত্যুর খবরে ফুসে উঠছে দেশবাসী। 

মানববন্ধনে বক্তারা বলেন, মাগুরায় নির্যাতনের শিকার শিশু আছিয়া ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এজন্য আমরা ময়মনসিংহবাসী শোকার্ত। বক্তারা আছিয়ার দাফনের আগে ধর্ষকের দাফন চান বলে শ্লোগান দেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, সুশাসনের জন্য নাগরিক (সুজন) ময়মনসিংহ মহানগর শাখার সাধারণ সম্পাদক আলী ইউসুফ, বিভাগীয় চারু শিল্প সমিতির সভাপতি মো. রাজন, জেলা নিরাপদ সড়ক চাই এর সভাপতি আব্দুল কাদের চৌধুরী মুন্নাসহ জেলার সকল শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেন।

নির্যাতনের শিকার শিশুর মৃত্যুর পর সেনাবাহিনী থেকে বিজ্ঞপ্তি দেয়া হয়, বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এর সর্বাধুনিক চিকিৎসাব্যবস্থা প্রয়োগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। শিশুটির আজ সকালে তিনবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, দুইবার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর হৃদস্পন্দন ফিরে আসেনি।

উল্লেখ্য, গত সপ্তাহের বৃহস্পতিবার মাগুরা শহরতলির নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়ি বেড়াতে গিয়ে শিশুটি ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ করে পরিবার। শিশুটির মা বাদী হয়ে গত শনিবার মাগুরা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এতে শিশুটির বড় বোনের স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ভাশুরকে আসামি করা হয়। ইতোমধ্যে তাদের গ্রেপ্তারের পর রিমান্ডে নেওয়া হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.