সিরাজদিখান উপজেলার কেয়াইন ও বাসাইল ইউনিয়নের বুক চিরে বয়ে যাওয়া শত শত বছরের ঐতিহ্যবাহী খালটি আজ অস্তিত্ব সংকটে। একসময় এই খাল ছিল এলাকার মানুষের জীবন-জীবিকার প্রধান মাধ্যম। খাল দিয়ে চলত স্টিমার, বাল্কহেড, ট্রলারসহ হাজারো ছোট-বড় নৌকা। কৃষিকাজ, মৎস্য শিকারসহ নানান কাজে এই খাল ছিল অপরিহার্য।
কিন্তু দখলদারদের লোলুপ দৃষ্টির শিকার হয়ে খালটি আজ প্রায় মৃত। অবৈধ ইটভাটা মালিকরা দখল করে খালের মুখ বন্ধ করে ফেলায় আশপাশের বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধতার শিকার হচ্ছে। কৃষিজমিতে প্রবাহিত স্বাভাবিক পানিপ্রবাহ বন্ধ হয়ে গেছে, ফলে পরিবেশের ওপরও ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ছে।
এলাকাবাসী বহুবার প্রশাসনের কাছে অভিযোগ জানালেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। জানা গেছে, পূর্ববর্তী সরকারের স্থানীয় জনপ্রতিনিধিদের দুর্নীতির কারণেই এই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে।
এখন কেয়াইন ও বাসাইল ইউনিয়নের সর্বস্তরের জনগণ ঐক্যবদ্ধভাবে দাবি জানাচ্ছে—কালবিলম্ব না করে দ্রুত খালের মুখ খুলে দেওয়া হোক এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপই পারে এলাকাকে পরিবেশ বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে।