জৈন্তাপুর উপজেলা মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শন করলেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। এ সময় তিনি উপজেলা প্রশাসনের আয়োজনে স্হানীয় মূসল্লী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্টেকহোল্ডারদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
আজ (২৬শে ফেব্রুয়ারী) বিকেল ৫:০০ ঘটিকায় জৈন্তাপুর উপজেলা পানি উন্নয়ন বোর্ডের কার্যালয় সংলগ্ন জৈন্তাপুর মডেল মসজিদে এসে পৌছালে তাকে ফুল দিয়ে বরণ করে নেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা।
পরে নবনির্মানাধীন জৈন্তাপুর উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের চলমান বিভিন্ন কাজের অগ্রগতি তিনি পরিদর্শন করেন। পরে জৈন্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এ সময় মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমার সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভুমি) মিজ ফারজানা আক্তার লাবনীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সিলেট গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো ইলিয়াস আহমেদ, ইসলামী ফাউন্ডেশন সিলেট জেলার পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন মজুমদার, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু জাফর, সহকারী পুলিশ সুপার (কানাইঘাট সার্কেল) অলক শর্মা, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল আলহাজ্ব জয়নাল আবেদীন, ১৭ পরগণা শালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর মৌলা আবুল চৌধুরী, ১ নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলী, উপজেলা জামায়াতের আমির গোলাম কিবরিয়া, সেক্রেটারি জেনারেল রফিক আহমেদ সহ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, ইসলামি ফাউন্ডেশন জৈন্তাপুর, উপজেলা জাতীয় ইমাম সমিতির সদস্য সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের মাদ্রাসা হতে আলেম উলামা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণমাধ্যম কর্মী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরে ধর্মবিষয়ক উপদেষ্টা ড.আ ফ ম খালিদ হোসেনের হাতে জাতীয় ইমাম সমিতি জৈন্তাপুর, ইসলামি ফাউন্ডেশন জৈন্তাপুর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জৈন্তাপুর সহ বিভিন্ন সংগঠন হতে শুভেচ্ছা স্মারক তুলে দেয়া হয়। অনুষ্ঠান শেষে জৈন্তাপুর উপজেলা মডেল মসজিদে দ্বিতীয় তলায় তিনি মাগরিবের জামাতে অংশগ্রহণ করেন।