নোয়াখালীর কােম্পানীগঞ্জে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। আজ (২৬ ফেব্রুয়ারি) বসুরহাট স্কাউট মার্কেটে সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।
কোম্পানীগঞ্জ উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ পরিষদের কার্যকরী কমিটির নির্বাচনে সভাপতি পদে কোন প্রার্থী না থাকায় মাষ্টার ফরিদ উদ্দিন রাশেদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি কোম্পানীগঞ্জ মডেল স্কুল এর সিনিয়র শিক্ষক ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
সমিতির সহ-সভাপতি পদে কোন প্রার্থী না থাকায় শাহ আলমকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষনা করেন নির্বাচন কমিশন। অপরদিকে সমিতির সাধারণ সম্পাদক পদে আনারস প্রতীকের প্রার্থী শহীদ উল্যাহ খোকন ১৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বিতা মোটর সাইকেল প্রতীকের সাধারণ সম্পাদক পদে প্রার্থী মো. মহিন উদ্দিন পেয়েছেন ১১৯ ভোট। তৃতীয় হয়েছেন মো.আবুল হোসেন সোহাগ ৩৯ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।
কোম্পানীগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা মো.সোহরাব হোসেন আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন। মোট ভোটারের সংখ্যা ৩৯৬ জন। ভোট দিয়েছেন ৩০৪ জন,বাতিল ভোট সংখ্যা ১টি।
সমিতির সদস্য পদে কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য-০১ মোহাম্মদ সাইফ উদ্দিন, সদস্য-০২ মোসম্মৎ গুলশান আক্তার, সদস্য-০৩ গোপাল চন্দ্র মজুমদার, সদস্য-০৪ ফয়জুর রহমান, সদস্য-০৫ পদ শুন্য,সদস্য-০৬ আল হেলাল উদ্দিন, সদস্য-০৭ আবুল বাসার, সদস্য-০৮ পদ শূন্য, সদস্য-০৯ মোহাম্মদ ইব্রাহিমকে নির্বাচিত ঘোষনা করেন নির্বাচন কমিশন।
সমিতির নির্বাচন প্রিজাইটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন কোম্পানীগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা মো.সোহরাব হোসেন, তিনি আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন। মোট ভোটারের সংখ্যা ৩৯৬ জন।ভোট দিয়েছেন ৩০৪ জন। বাতিল ভোট ১টি।
এছাড়া সহকারী প্রিজাইটিং ছিলেন কােম্পানীগঞ্জ মডেল হাইস্কুল এর সিনিয়র শিক্ষক মো.হারুনুর রশিদ, সহকারী প্রিজাইটিং ছিলেন রংমালা উচ্চ বিদ্যালয় এর শিক্ষক মঞ্জুরুল ইসলাম।
মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে মাধ্যমিক শিক্ষকদের মধ্যে উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। এদিকে সুষ্ঠু ও শান্তিপুর্ণভাবে নির্বাচন সম্পন্ন এবং ভোটের মাধ্যমে নির্বাচিত করায় নির্বাচন পরিচালনা পরিষদ ও সম্মানিত ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নেতৃবৃন্দরা।