× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিগত দিনের মত নির্বাচন অনুষ্ঠিত হতে দিবো না-মিয়া গোলাম পরওয়ার

এম.মোরছালিন, বরগুনা প্রতিনিধি।

২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫৯ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

বাংলাদেশে ২০১৪ এবং ১৮ সালের মত  নির্বাচন অনুষ্ঠিত হতে দিবে না বলে মন্তব্য করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। আজ (২৬ ফেব্রুয়ারি) দুপুর ০২ টায়, টাউন হল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখার উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি আরো বলেন, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য বিচারবিভাগ ,পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসনসহ ছয়টি বিভাগকে সংস্কার করে আগামী নির্বাচনে অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করেছেন তিনি। সেক্রেটারি জেনারেল বলেন, দুষ্টু নির্বাচন অনুষ্ঠিতর মধ্য দিয়ে জামায়াত ইসলাম ক্ষমতায় আসতে পারলে  ইসলামের চার খলিফার আদর্শে রাষ্ট্র পরিচালনা করা হবে। তাহলে দেশের অর্থনীতি উন্নতি হবে। বক্তৃতা শেষে তিনি বরগুনা জেলার দুটি আসনের জন্য  দলীয় প্রার্থী নাম ঘোষণা করেন।

বরগুনায় এই প্রথম বৃহত্তর কর্মী সম্মেলনের আয়োজন করে জামায়াতে ইসলামী। ৫ আগস্টের আগে পর্দা আড়ালে ছিলো বাংলাদেশ জামায়াতে ইসলামী আন্দোলন। ফ্যাসিস্ট হাসিনার পতনের পর মুক্ত বাতাসে মুক্তির স্বাদ নিয়েছে সকল রাজনৈতিক দলগুলো। বরগুনায় জামায়াতে ইসলামীর কার্যক্রম ছিল অনেকটা গোপনে,এ সময় দলের নেতাকর্মীরা অধিকাংশ সময় কাটিয়েছেন কারাগারে। তারপর ১৭ বছর পর কর্মী সম্মেলন করলেও দল তার জৌলাস হারায় নায়। কানায় কানায় পরিপূর্ণ টাউনহল মাঠ। 

জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখার আমীর অধ্যাপক মাওলানা মুহিবুল্লাহ হারুন এর সভাপতিতে কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এড: মুয়াযযাম হোসাইন হেলাল, বরিশাল মহানগরের আমির অধ্যক্ষ জহির উদ্দিন বাবর, কেন্দ্রীয় মজলিসের সদস্য ও বরিশাল অঞ্চলের টিম সদস্য এ কে এম ফখরুদ্দিন খান বারী, ঢাকা দক্ষিণ মহানগরের সদস্য ডা. সুলতান আহমেদ। এছাড়াও দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মী সম্মেলনে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন। 

কর্মী সম্মেলনে যোগ দিয়ে নেতাকর্মীরা কিছুটা আনন্দিত হয়েছে। দীর্ঘ বছর পর মুক্তভাবে সম্মেলন করতে পেরে সন্তুষ্ট বলে জানান নেতাকর্মীরা। তাদের দাবী, বাংলাদেশের রাজনীতিতে আবার সৌন্দর্য ফিরে আসুক। ভিন্ন মত দমন নয় বরং যৌক্তিক সমালোচনা থাকুক রাজনীতির মাঠে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.