× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভূঞাপুরে বেশি দামে তেল বিক্রির দায়ে জরিমানা

মোঃ শহিদুল ইসয়াম, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি।

২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

পবিত্র মাহে রমজানকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুরে বেশি দামে সয়াবিন তেল বিক্রি, গুদামজাত করা ও ক্রয় বিক্রয়ে পাকা রশিদ সংরক্ষণ না করার অপরাধে দুই মুদির দোকানিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার গোবিন্দাসী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় বিউটি জেনারেল ট্রেডার্সকে ১০ হাজার টাকা এবং মের্সাস তামজিদ স্টোরকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ অভিযানে নেতৃত্ব দেন টাঙ্গাইলের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। এসময় উপস্থিত ছিলেন জেলা সেনেটারি ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেত্রী মিষ্টি, গোবিন্দাসী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক শামীম মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জুয়েল প্রমুখ।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, নির্ধারিত বাজারমূল্যের চেয়ে অধিক মূল্যে সয়াবিন তেল বিক্রি, গুদামে তেল মজুদ করা ও ক্রয় বিক্রয়ে পাকা রশিদ সংরক্ষণ না করার অপরাধে তাদের দুই জনকে জরিমানা করা হয়েছে। তারা ৫ লিটার সয়াবিন তেলের বোতলের গায়ের মূল্য ৮৫২ টাকা থাকা সত্ত্বেও ৯৮০ টাকা থেকে ১০০০ টাকায় বিক্রি করছিল।

তিনি আরো বলেন, পবিত্র রমজানকে সামনে রেখে কেউ যেন এ ধরনের কাজ করতে না পারে সেদিকে সবার নজর রাখার আহ্বান জানান। ভবিষ্যতে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.