শেরপুরের নালিতাবাড়ীতে দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, হত্যা,সহিংসতা, নারী নির্যাতনের প্রতিবাদ এবং নারী-শিশুসহ সবার নিরাপত্তা নিশ্চিতের দাবিতে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নময় মানবকল্যান ফাউন্ডেশনের আয়োজনে এবং উপজেলার সর্বস্তরের জনগণ ও সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সহযোগিতায় মানববন্ধন করা হয়েছে।
আজ (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২ ঘটিকায় নালিতাবাড়ী উপজেলা পরিষদ ভবনের সামনের সড়কে এই কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। কর্মসূচিতে বক্তব্য দেন অভিভাবক বৃন্দের মধ্য থেকে ক্লোডিয়া নকরেক কেয়া, দিলরুবা বেগম, শিক্ষার্থী হাবিবুল্লাহ পাহাড়ী,শাকিব আহাম্মেদ, রুহুল সিদ্দিকী রোমান, একান্ত সিংহ অভি, যুথী,প্রভা সহ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের বিভিন্ন জায়গায় নারীরা ধর্ষণের শিকার হচ্ছেন। অথচ ধর্ষক ধরা হচ্ছে না। ধর্ষক কখনো মানুষ হতে পারে না। এরা পশু। এদের দ্রুত আইনের আওতায় এনে বিচার করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাই।
শহীদ আব্দুর রশিদ মহিলা কলেজের শিক্ষার্থী প্রভা বলেন, বর্তমানে নারীরা ঘরে ও রাস্তায় নিরাপদ বোধ করছেন না। রাষ্ট্র তাঁর নিরাপত্তা দিতে পারছে না। শহীদ মিনারে ফুল কুড়াতে গিয়ে একজন শিশুকে ধর্ষণের শিকার হতে হয়েছে। নারী তাঁর প্রতিবেশীর দ্বারা ধর্ষণের শিকার হন। বাসে ধর্ষিত হন। কোথাও নারীরা নিরাপদ নন।
এছাড়াও বক্তারা আরো বলেন, দেশে ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন থাকলেও সেই আইনের প্রয়োগ হচ্ছে না। শিক্ষার্থীসহ দেশবাসীর নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব প্রশাসনের। দ্রুত সময়ের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি জানান তারা।
প্রতিবাদ সমাবেশে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি এবং সরকারি নাজমুল স্মৃতি কলেজের শিক্ষার্থী শাকিব আহাম্মেদ বলেন, ‘দেশজুড়ে ধর্ষণ, খুন, ছিনতাইসহ নানা অপরাধের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ। আমরা স্পষ্ট বলতে চাই, ধর্ষকদের বিরুদ্ধে রাষ্ট্রকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। স্পষ্ট করে বলতে চাই পুরো বাংলাদেশ সহ নালিতাবাড়ীতে এই ধরনের সাহস কেউ করবেন না । আমরা এর তীব্র নিন্দা জানাই।