রংপুরের বদরগঞ্জে উপজেলায় জমি নিয়ে বিরোধ মারধরের শিকার। ঘটনাটি ঘটেছে রামনাথপুর ইউনিয়নের উত্তর মুকসুদপুর ধাপপাড়া গ্রামে। এ ঘটনায় বদরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন মাহফুজুর রহমান।
জানা যায়, গত ২১ ফেব্রুয়ারি বিকেল ৪টা ৩০ মিনিটে মুকসুদপুর ধাপপাড়া গ্রামের মসজিদে নামাজের জন্য অজু করতে যান হারুন অর রশিদ। অজু করার করার সময় অতর্কিতভাবে মারধর করেন একই এলাকার ইবনে মাসুদ, আসাদুজ্জামান নুর ওরফে সৈকত সহ চারজন।
সরেজমিনে গিয়ে জানা যায়, তফশিল বর্ণিত জমিতে বিজ্ঞ আদালতের মাধ্যমে থানা পুলিশ কর্তৃক নোটিশ পাওয়ার পরও বিবাদীরা জমির জবর দখল করার চেষ্টা করে। তফশিল বর্ণিত জমিতে সরিষা চাষ করেন মাহফুজুর রহমান। সেই সরিষা ক্ষেতের অ্যান্ড্রয়েড মোবাইলে ছবি তুলতে জান মাহফুজুর রহমানের ভাগ্নে। বিবাদী আসাদুজ্জামান নূর ওরফে সৈকত ছবি তোলা খবর পেয়ে আসরের নামাজের সময় মসজিদের ভেতরে গিয়ে ওযু করার সময় হারুনুর রশিদকে মারপিট করেন। এ ঘটনায় হারুনুর রশিদের শ্যালক মাহফুজুর রহমান থানায় লিখিত অভিযোগ করেন।
স্থানীয় লোকজন ও গ্রাম পুলিশ জানান, আসরের নামাজের সময় ওযু করতে যান হারুনুর রশিদ। এ সময় হঠাৎ করে অতর্কিতভাবে মারধর করেন সৈকত ও তার লোকজন। গ্রামবাসীরা এগিয়ে গিয়ে ছাড়াছাড়ি করে দিলে নামাজ পড়তে যান হারুনুর রশিদ। নামাজ শেষে আবারো মারধর করেন সৈকত, মাসুদসহ তার লোকজন।ওই সময় মুসল্লিরা এগিয়ে আসলে তার পরিবারের লোকজনকে বিভিন্ন রকম হুমকি দিয়ে চলে যান তারা।
এ বিষয়ে অভিযুক্ত সৈকত ও মাসুদের বাড়িতে কথা বলতে গেলে তারা বাড়িতে না থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। বদরগঞ্জ থানার ওসি এ কে এম আতিকুর রহমান বলেন, থানায় অভিযোগ হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।