× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিরাজগঞ্জে সরিষা ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা

২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১২ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

শফিক মোহাম্মদ রুমন, সিরাজগঞ্জঃ- সরিষা ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন সিরাজগঞ্জের কৃষকেরা। বন্যার পানি নেমে যাওয়ার পর বাড়তি লাভের আশায় সরিষা চাষ করছেন জেলার কৃষকেরা। সরিষা তুলেই চাষ করবেন বোরো ধানের আবাদ। কৃষক সূত্রে জানা যায়, এবছর জেলায় সরিষার বাম্পার ফলন হয়েছে।

সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এবছর জেলায় ৮৭ হাজার ১১৫হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। জেলর উল্লাপাড়া, শাহজাদপুর ও তাড়াশে দেশের সবচেয়ে বেশি সরিষা আবাদ হয়েছে। যা গতবছর ছিল ৮৫ হাজার ১৭০ হেক্টর। জেলার ৯ উপজেলার মধ্যে সবচেয়ে বেশি উল্লাপাড়ায় এবার সরিষা আবাদের লক্ষ্যমাত্রা ছিল ২৩ হাজার ৬৭০ হেক্টর আবাদ হয়েছে ২৪ হাজার ৫৭০ হেক্টর।

এছাড়া তাড়াশ ও শাহজাদপুর উপজেলাতেও বিগত সময়ের চেয়ে সরিষার আবাদ বেড়েছে। জেলায় আবাদকৃত সরিষার মধ্যে বারি ১৪, ১৭, ১৮ বিনা ৪, ৯ এবং টরি ৭ জাতের সরিষা আবাদ করা হয়েছে।উল্লাপাড়া উপজেলার বড়পাঙ্গাসী গ্রামের কৃষক মোঃ আবু বক্কর সিদ্দিক জানান, এবছর তিনি ১৫ বিঘা জমিতে সরিষার আবাদ করেছেন। ফলন বেশ ভালো হয়েছে। বর্তমানে বাজারে প্রতি মন সরিষা ৩ হাজার থেকে ৩ হাজার ২শ টাকা বিক্রি হচ্ছে।রায়গঞ্জ উপজেলার ডাঙ্গারপাড়া গ্রামের আরেক কৃষক বলেন, সরিষার কারণে কিছুটা দেরি হলেও বোরো ধান চাষাবাদে তেমন সমস্যা নেই। জমি খালি না রেখে সরিষা চাষ করার পরেও বোরো ধান চাষ করা যাচ্ছে।

উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্না ইয়াসমিন সুমি বলেন, এবছর এই উপজেলায় সরিষার বাম্পার ফলন হয়েছে। তিনি আরো জানান এই উপজেলারয় এবছর সরিষা চাষের লক্ষ্যমাত্রা ছিল ২৩,৬১৫ হেক্টর জমিতে কিন্তু আবাদ হয়েছে ২৪,৫৭০ হেক্টর।

সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আঃ জাঃ মুঃ আহসান শহীদ সরকার বলেন, ভোজ্য তেলের উৎপাদন বাড়ানোর লক্ষ্যমাত্রা বাস্তবায়নে জন্য আমরা সরিষার চাষাবাদ বৃদ্ধি করতে সব রকম চেষ্টা চালাচ্ছি। এবছর জেলায় ৮৭ হাজার ১১৫ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। আমরা কৃষকদের সরিষা চাষে সার, বীজ প্রণদনা প্রদান করেছি। আবহাওয়া অনুকুলে থাকায় জেলায় সরিষার বাম্পার ফলন হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.