× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অ‌বৈধ বালু উ‌ত্তোল‌নের দা‌য়ে ৫ বালু ব্যবসায়ীকে কারাদণ্ড

মোহাম্মদ আবুল হাশেম, লামা আলীকদম প্রতিনিধি।

২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১০ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

বালুমহাল আইন অমান্য করে বালু উত্তোলনের দায়ে বান্দরবানের লামায় ৫ বালু ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

উপজেলার ফাঁসিয়াখালি ইউনিয়নের পেতাইন্না ছড়া এলাকায় বুধবার (২৬ ফেব্রুয়ারী) দুপুরে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতা ভ্রাম্যমান আদালতে এ কারাদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় মো: জমির (৪০) ও মো: আব্দুস সালামকে (৫৫) ৬ মাসের এবং মো: সাদ্দাম হোসেন(২৫), নুরুল আমিন(২৭) ও মো: মিজানুর রহমান(৩৫) কে ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়। এসময় বালু উত্তোলনে ব্যবহৃত সেলু মেশিন ও পাইপ বিনষ্ট করা হয়েছে।

স্থানীয়রা জানান, তারা দীর্ঘদীন ধরে অবৈধভাবে পেতাইন্না ছড়ার বিভিন্ন পয়েন্টে বালু উত্তোলন করে আসছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে দুই জনকে ৬ মাস ও তিন জনকে ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। উপজেলার কোথাও অবৈধ উপায়ে মাটি বা বালু উত্তোলন করে কেউ বিক্রি করতে পারবেন না। এ ব্যাপারে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.