প্রথমবারের মতো পুলিশের জবাবদিহিতা নিয়ে সাংবাদিকদের সাথে ব্যতিক্রমী মতবিনিময় করেছেন মৌলভীবাজারের পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন পিপিএম-সেবা। এসময় সাংবাদিকদের কাছে জানতে চেয়েছেন বিগত ৬ মাসে জেলা পুলিশ মানুষের চাহিদা অনুযায়ী কতটুকু কাজ করতে পেরেছে। দেশে বর্তমান প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা নিয়ে যে কথা হচ্ছে, জনগণের মাঝে যে ভয় কাজ করছে আইনশৃঙ্খলা নিয়ে সে তোলনায় মৌলভীবাজার কোন অবস্থানে আছে।
চাহিদার সাথে মৌলভীবাজারে পুলিশ কতটা একাত্মতা পোষন করতে পেরেছে। ব্যর্থতাটা কোন জায়গায় কিংবা তা কাটানো যায় কীভাবে। এছাড়াও মাদক, শহরের যানজট, ফুটপাত দখল ও চাঁদাবাজী সহ নানা অপরাধ দমনে একেবারে খোলামেলা কথা বলেছেন সাংবাদিকদের সাথে। বলেন, অপরাধ নির্মূলের ক্ষেত্রে কোনরকম ছাড় নেই।
আজ (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজমল হোসেন এর সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জেলা বিশেষ শাখার ডিআইও-১ আবু হুসাইন, মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মাহবুবুর রহমান, ট্রাপিক পুলিশের পরিদর্শক (টিআই) অনিল চাকমা সহ পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা।
পুলিশ সুপার জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, আসন্ন রমজানে জেলার ট্রাফিক ব্যবস্থাপনা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, চাঁদাবাজি, ছিনতাই, মলম পার্টি, মাদকসহ বিভিন্ন সামাজিক সমস্যা সংক্রান্ত বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। এসময় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বিগত ৬ মাসে জেলায় ধর্ষণ, খুন সহ নানা অপরাধের পরিসংখ্যান তুলে ধরেন পুলিশ সুপার। বলেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে বৈষম্য বিহীন সমাজ, বৈষম্য বিহীন বাংলাদেশ গড়ে তোলা। এর পূর্ব শর্ত হচ্ছে আইন শৃঙ্খলার উন্নতি, জনগণের চাহিদা অনুযায়ী তাদের সেবা প্রদান করা।
পুলিশ সুপার বলেন, চুরি-ডাকাতি, মাদক, ছিনতাইয়ের পাশাপাশি মৌলভীবাজার জেলায় বিভিন্ন সামাজিক সমস্যা রয়েছে। যে সমস্যাগুলো পুলিশের একা নয়, সমাজের সকল স্টেক হোল্ডারদের নিয়ে মোকোবেলা করতে হবে।
চলতি মাসে জেলা সদরে মাদকাসক্ত পিতার হাতে সাতবছরের শিশু খুনের মতো চাঞ্চল্যকর ঘটনা ও মাদক নির্মূল নিয়ে দৈনিক সংবাদ সারাবেলার প্রতিনিধি আব্দুল কাইয়ুম এর প্রশ্নের জবাবে সে বিষয়ে দ্রæত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেন পুলিশ সুপার।
মতবিনিময় সভায় মৌলভীবাজার প্রেসক্লাব ছাড়াও বিভিন্ন উপজেলা প্রেসক্লাব থেকে সাংবাদিকরা অংশ নেন। এবং নিজ নিজ উপজেলার অপরাধ সহ নানা সমস্যা তুলে ধরেন।