বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে কিশোরগঞ্জে দৈনিক সকালের সময়'র ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (২৬ জানুয়ারী) সন্ধ্যায় ৭ ঘটিকায় কিশোরগঞ্জ প্রেসক্লাবের ২য় তলার মিলনায়তনে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
দৈনিক সকালের সময় এর কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মোঃখায়রুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে ও দৈনিক আজকের দর্পন এর জেলা প্রতিনিধি আসাদুজ্জামান খান লিপন এর সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি স্বচ্ছ রাজনৈতিক ব্যক্তিত্ব বিশিষ্ট আইনজীবী এডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা।
আমন্ত্রিত সাংবাদিক নেতাদের মধ্যে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এ,কে নাছিম খান, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি বিশিষ্ট আইনজীবী ও সাংবাদিক এড, শেখ মাসুদ ইকবাল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী সোহেল, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ অধ্যাপক শফিকুল ইসলাম ফকির মতি, প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য সিনিয়র সাংবাদিক সামছুল আলম সেলিমসহ জেলা উপজেলায় বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।
এসময় বক্তারা বিগত সময়ে দৈনিক সকালের সময় ও প্রতিবেদকের প্রকাশিত বিভিন্ন সংবাদের প্রশংসা করেন। সেই সাথে "দৈনিক সকালের সময়"র সুন্দর আগামীর পথচলা যেন দেশ-জাতির কল্যাণে হয় সে আশাবাদ ব্যক্তসহ প্রত্রিকাটির অব্যাহত প্রকাশনার জন্য শুভকামনা জানান তারা।