ঝিনাইদহে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য সংযোগের লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস আয়োজিত সেমিনারে জেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠী, কারিগরি প্রশিক্ষনার্থী, বিদেশগমনেচ্ছুসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন।
বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে সংযোগ’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। সেমিনারে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক সামিউল ইসলাম, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা: মিথিলা ইসলাম, প্রেসক্লাব সভাপতি আসিফ ইকবাল কাজল, ছাত্র প্রতিনিধি হৃদয় আহমেদ প্রমুখ।
সেমিনারে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ, পরামর্শ, আর্থিক সহযোগীতাসহ নানা বিষয়ে তাদের সহযোগিতা করার আহ্বান জানানো হয়। দিনব্যাপী সেমিনারে বিভিন্ন দপ্তর, অফিস, বেসরকারি উন্নয়ন সংস্থাসহ ৭০ জন অংশ নেয়।