জৈন্তাপুরে সাধারণ ছাত্র জনতার আয়োজনে সারাদেশে চলমান সন্ত্রাস,ধর্ষণ,ছিনতাই ও চাঁদাবাজের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৬শে ফেব্রুয়ারী) দুপুর ২:০০ ঘটিকায় উপজেলার সড়ক ও জনপদ ডাকবাংলো মাঠ থেকে একটি প্রতিবাদ মিছিল বের করে সাধারণ ছাত্র জনতা। পরে প্রতিবাদ মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে শেষে সন্ত্রাস,ধর্ষণ,ছিনতাই ও চাঁদাবাজির বিরুদ্ধে এক মানববন্ধন ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় আলোচনা সভায় বক্তারা সম্প্রতি সময়ে ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজের মত ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়া জৈন্তাপুরের ছাত্রজনতা উদ্বেগ উৎকন্ঠা প্রকাশ করেন। তারা জানান বৈষম্যমুক্ত একটি দেশের স্বপ্ন এই দেশের ছাত্রজনতা দেখেছিলো। এজন্য ছাত্ররা জীবন দিয়ে রক্ত ঝরিয়ে, পঙ্গুত্ব বরণ করে দ্বিতীয় স্বাধীনতা এনেছে। কিন্তু সম্প্রতি সময়ে দেশের চলমান সন্ত্রাস, ধর্ষণ, ছিনতাই ও চাঁদাবাজি বৃদ্ধি পাওয়ায় নতুন স্বাধীনতা বাস্তবায়নে অন্তরায় হয়ে দাঁড়াবে। এজন্য দ্রুত সময়ে দেশের আইনশৃঙ্খলা বিনষ্টকারীদের কঠোরভাবে দমন করতে অন্তর্বর্তীকালীন সরকারের নিকট জোর দাবী জানান বক্তারা।
এ সময় প্রতিবাদ মিছিল ও মানববন্ধনে ছাত্র জনতা পক্ষে অংশ গ্রহন করেন নজরুল ইসলাম, প্রণব দাস,ফয়সল আহমেদ মাসুম,তারেকুর রহমান ইলিয়াস, এনাম রানা,রুহেল আহমেদ, জুয়েল, আলমগীর, আল হেলাল,সাজিম,নাব্বির,মাসুদ,রাসেল,শামস ইকবাল, নাজমুল হাসান, নাজমুল, কিবরিয়া,ইমন সহ অন্যান্যরা।