ছবিঃ সংগৃহীত।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রাথমিকভাবে মাদারীপুরের তিনটি সংসদীয় আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে। কেন্দ্রীয় কমিটির এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি এ এইচ এম হামিদুর রহমান আজাদ আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন। তিনজন প্রার্থীর ছবিসহ সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেন দলের অনেক নেতাকর্মী। দলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রচার প্রচারণার কাজ চালিয়ে যাওয়ার কথা জানান প্রার্থীরা।
তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবচর উপজেলা শাখার আমীর। মাদারীপুর-০২ আসনের (মাদারীপুর সদর আংশিক ও রাজৈর উপজেলা) প্রার্থী হিসেবে মাওলানা আব্দুস সোবাহান খানের নাম উল্লেখ করা হয়। তিনি বাংলাদেশ জামায়তে ইসলামী মাদারীপুর জেলার সাবেক আমীর, কেন্দ্রীয় কমিটির ফরিদপুর অঞ্চলের টিম সদস্য ও সদর উপজেলার চরনাচনা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ। মাদারীপুর-০৩ আসনের প্রার্থী হিসেবে মো. রফিকুল ইসলাম মৃধার নাম উল্লেখ করা হয়েছে। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী কালকিনি পৌরসভা শাখার আমীর ও ইসলামী ছাত্রশিবির মাদারীপুর জেলা শাখার সাবেক সভাপতি।
নাম ঘোষণার পরপরই প্রচার প্রচারণার জন্য তিন প্রার্থীর ছবিসহ সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেন দলের অনেক নেতাকর্মী। দলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রচার প্রচারণার কাজ চালিয়ে যাওয়ার কথা জানান প্রার্থীরা। দলের প্রচার প্রচারণা ও জনগণের দ্বারপ্রান্তে পৌছে তাদের সেবা দিতেই প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে বলে জানা যায়।
ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি মেসবাহ উদ্দিন বলেন, ‘দলের তিনজন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। আগামী নির্বাচনে মাদারীপুরের তিনটি আসনেই জামায়াত বিজয়ী হবে বলে আশা করি। তিন প্রার্থীর প্রচার প্রচারণার জন্য আমরা কাজ করছি। যারা মোবাইল ব্যবহার করে তাদের কাছে প্রচারণার জন্যই তিন প্রার্থীর ছবি সামাজিক যোগযোগ মাধ্যমে প্রকাশ করেছি। আশা করি ভাল কিছু হবে ইনশাআল্লাহ।
এ বিষয়ে মাদারীপুর ০২ আসনের প্রার্থী মাওলানা আব্দুস সোবাহান খান বলেন, ‘ফেব্রæয়ারি মাসের প্রথম সপ্তাহে ফরিদপুরে বৃহত্তর ফরিদপুরের কর্মী সম্মেলন ছিল। সেখানে মাদারীপুরের তিনটি আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়। দলের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হয়। সেখানে আমিসহ আরও ২ জনের নাম উল্লেখ করা হয়েছে। দলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে জনগণের কাছে পৌছাতে ও তাদের সেবা নিশ্চিত করতে কাজ করে যাব। নির্বাচনের তারিখ ঘোষণা হলে জনগণের কাছে যাওয়ার পর্যাপ্ত সময় নাও পাওয়া যেতে পারে, তাই হয়তো দল এ সিদ্ধান্ত নিয়েছে। দলের আস্থা ও জনগণের প্রতি দায়িত্ব-কর্তব্যের কথা বিবেচনা করে সততার সাথে কাজ করে যাব।’
বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারীপুর জেলার আমির মাওলানা মোখলেছুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে মাদারীপুরের তিনটি সংসদীয় আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছেন কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি এ এইচ এম হামিদুর রহমান আজাদ। তবে যদি জোট করা হয় তাহলে সেক্ষেত্রে কিছুটা রদবদল হতে পারে। অনেক সময় আছে না যে, নির্বাচনের আগে জোটের স্বার্থে কিছুটা ছাড় দিতে হয়। আর জোট না হলে এটাই চূড়ান্ত।’
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh