× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লক্ষ্মীপুরে দুর্ধর্ষ ডাকাতি বৃদ্ধকে কুপিয়ে জখম

মাহমুদুর রহমান মনজু ,লক্ষ্মীপুর প্রতিনিধি।

২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৪১ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

লক্ষ্মীপুরে তেওয়রীগঞ্জে এক বাড়িতে ডাকাতি হয়েছে,এ সময় ডাকাতদের বাঁধা দিলে এলোপাতাড়ি কুপিয়ে আবুল কালাম নামে এক বৃদ্ধ কে জখম করে ডাকাতরা।  গতকাল মঙ্গলবার রাত আনুমানিক দেড় টার দিকে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ১ নং ওয়ার্ড ধর্মপুর গ্রামে সঞ্জয় চৌধুরী বাড়ি সংলগ্ন আবুল কালাম চৌধুরী বাড়িতে এ ঘটনা ঘটে। 

পরে আহত বৃদ্ধ আবুল কালাম কে উদ্ধার জেলা সদর হাসপাতালে চিকিৎসা প্রদান করে।

ভোক্তভোগী পরিবার ও স্থানীয়রা বলেন, রাত আনুমানিক দেড় টার দিকে মুখোশ পরে একদল ডাকাত প্রথমে ঘরের সামনের দরজা ভাঙ্গার জন্য চেষ্টা করে, পরে ভাঙ্গতে না পেরে পিছনের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে,ডাকাতি কালে বাধা দিলে একজনকে কুপিয়ে জখম করে, পরে চারদিকের শোর চিৎকারে লোকজন চারপাশ থেকে আসতে শুরু করলে, ডাকাতরা পালিয়ে যায়।এসময় ডাকাতরা কোনো টাকা পয়সা জিনিসপত্র নিতে পারে নাই।

স্থানীয় ইউপি সদস্য মো: শাহাজান স্বজল ডাকাতির সত্যতা নিশ্চিত করে বলেন,ডাকাতরা একা বাড়ি পেয়ে আবুল কালামের বাড়িতে ডাকাতি করতে আসে, এলাকাবাসী সজাগ থাকার কারনে বেশি দূর্ঘটনা ঘটাতে পারে নাই,স্থানীয় লোকজনদের সচেতন থাকার আহ্বান জানান তিনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.