লক্ষ্মীপুরে তেওয়রীগঞ্জে এক বাড়িতে ডাকাতি হয়েছে,এ সময় ডাকাতদের বাঁধা দিলে এলোপাতাড়ি কুপিয়ে আবুল কালাম নামে এক বৃদ্ধ কে জখম করে ডাকাতরা। গতকাল মঙ্গলবার রাত আনুমানিক দেড় টার দিকে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ১ নং ওয়ার্ড ধর্মপুর গ্রামে সঞ্জয় চৌধুরী বাড়ি সংলগ্ন আবুল কালাম চৌধুরী বাড়িতে এ ঘটনা ঘটে।
পরে আহত বৃদ্ধ আবুল কালাম কে উদ্ধার জেলা সদর হাসপাতালে চিকিৎসা প্রদান করে।
ভোক্তভোগী পরিবার ও স্থানীয়রা বলেন, রাত আনুমানিক দেড় টার দিকে মুখোশ পরে একদল ডাকাত প্রথমে ঘরের সামনের দরজা ভাঙ্গার জন্য চেষ্টা করে, পরে ভাঙ্গতে না পেরে পিছনের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে,ডাকাতি কালে বাধা দিলে একজনকে কুপিয়ে জখম করে, পরে চারদিকের শোর চিৎকারে লোকজন চারপাশ থেকে আসতে শুরু করলে, ডাকাতরা পালিয়ে যায়।এসময় ডাকাতরা কোনো টাকা পয়সা জিনিসপত্র নিতে পারে নাই।
স্থানীয় ইউপি সদস্য মো: শাহাজান স্বজল ডাকাতির সত্যতা নিশ্চিত করে বলেন,ডাকাতরা একা বাড়ি পেয়ে আবুল কালামের বাড়িতে ডাকাতি করতে আসে, এলাকাবাসী সজাগ থাকার কারনে বেশি দূর্ঘটনা ঘটাতে পারে নাই,স্থানীয় লোকজনদের সচেতন থাকার আহ্বান জানান তিনি।