× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কুমারখালীতে যুবককে অচেতন করে পিটিয়ে ইজিবাইক ছিনতাই

সাকিব হাসান, কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি।

২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৩০ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

কুষ্টিয়া কুমারখালীতে হাসান (২৫) নামের এক ইজিবাইক চালককে জুস ও ঝালমুড়ি খাওয়ায়ে অচেতন করে ইজিবাইক ছিনতাই করেছে দুর্বৃত্তরা।  ২৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সন্ধ্যায় কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের ছাতিয়ান ব্রিজের কাছে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী হাসান(২৫) ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার বগুড়া এলাকার বিল্লাল শেখের ছেলে। তিনি জানান বিকেলবেলা নাঙ্গলবাদ থেকে তিনজন যাত্রী নিয়ে (একজন মহিলা দুইজন পুরুষ) শৈলকূপা উপজেলাধীন কাতলাগাড়ি বাজারে আসে। সেখান থেকে তারা তাকে জুস এবং ঝালমুড়ি খাওয়ায়। তারপর থেকে তার সাথে কি হয়েছে সে আর মনে করতে পারছে না। 


স্থানীয় সূত্রে জানা যায় ছাতিয়ান ব্রিজ থেকে একটু দূরে ক্যানেলের ভিতর একজন ব্যক্তিকে পড়ে থাকে দেখে এলাকাবাসী তাকে উদ্ধার করে বাজারের একটি ফার্মেসিতে এনে  প্রাথমিক চিকিৎসা দিয়ে যদুবয়রা পুলিশ ক্যাম্পে খবর দেয়।


এ ঘটনায় যদুবয়রা পুলিশ ক্যাম্পের এস আই মনিরুজ্জামান বলেন আমরা খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হই। এবং তার অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য কুমারখালী ৫০ সহ্য বিশিষ্ট হাসপাতালে প্রেরণ করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.