× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সমন্বয়ক পরিচয়ে বাপ - বেটার চাঁদাবাজির প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাকিব হাসান,কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫১ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

সমন্বয়ক পরিচয়ে বাপ - বেটার চাঁদাবাজির প্রতিবাদে বিকেল সোয়া ৪ টার দিকে যৌথ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি ও জামায়াতের ইসলামের নেতাকর্মীরা।

পৌরসভার এলংগী এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলা জামায়াতের আমির আফতাব উদ্দিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর আফজাল হোসাইন, উপজেলা বিএনপির সদস্য সচিব লুৎফর রহমান, পৌর বিএনপির আহবায়ক মনোয়ার হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক জাকারিয়া আনছার মিলন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক খান আতিকুর রহমান সবুজ প্রমূখ।

লিখিত বক্তব্যে উপজেলা জামায়াতের নায়েবে আমির আফজাল হোসাইন বলেন, ৩ আগষ্ট পর্যন্ত আসাদুজ্জামান আলী পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। ৫ আগষ্টের পর সমন্বয়ক সেজে আলী ও তাঁর বাবা নিষিদ্ধ ছাত্রলীগ নিয়ে বাহিনী গঠন করে বালুরঘাট দখল, সড়কের কাজ বন্ধ করে, পুলিশ দিয়ে নিরীহ মানুষ ধরিয়ে ও হিন্দু সম্প্রদায়ের মানুষদের জিম্মি করে ত্রাস সৃষ্টি করে চাঁদাবাজ করছেন।

তিনি আরো বলেন, আলীর বাবা পাখির বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। দ্রুত সমন্বয়কের পদ থেকে আলীকে বাতিল এবং চাঁদাবাজ পাখিকে গ্রেফতারের দাবি জানান। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে আফজাল হোসাইন বলেন, জামায়াত বা বিএনপির কেউ আলীদের বাড়িতে ভাঙচুর করেনি। তাঁদের আচরণে অতিষ্ঠ হয়ে বিক্ষিপ্ত জনতা হামলা চালিয়েছে।

সংবাদ সম্মেলনে আনিত অভিযোগ অস্বীকার করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুমারখালী শাখার সদস্য সচিব আসাদুজ্জামান আলী। তিনি বলেন, আমিও সংবাদ সম্মেলন করব। সেখানেই সকল প্রশ্নের উত্তর দেওয়া হবে।
এবিষয়ে জানতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জেলা শাখার সদস্য সচিব মোস্তাফিজুর রহমানকে কল দিলে তাঁর ফোনটি বন্ধ পাওয়া যায়।

পুলিশের মাধ্যমে আসামি বাণিজ্যের বিষয়টি অস্বীকার করেছেন কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ। তিনি বলেন, সমন্বয়ক আলীর বাড়িতে জনতা ভাঙচুর করেছে বলে জানা গেছে। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরো বলেন, আলীর বাবা পাখির বিরুদ্ধে কুমারখালী, ঢাকাসহ বিভিন্ন থানায় ১২ টি মামলা রয়েছে। কুমারখালী দায়ের করা মামলায় তিনি জামিনে রয়েছেন।চাঁদাবাজি মামলাবাজি সন্ত্রাস ও মাদক ব্যবসার অভিযোগে সমন্বয়কের বিরুদ্ধে জামায়াত বিএপির সংবাদ সম্মেলন  

এসময় আরো জানানো হয়  আসাদুজ্জামান আলীকে দ্রুত  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমারখালী উপজেলা শাখার সদস্য সচিব পদ থেকে বহিষ্কার না করলে কঠোর আন্দোলনের ঘোষণাও দেন  সংবাদ সম্মেলনের মঞ্চ থেকে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.